ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বন্যহাতি দেখতে গিয়ে কিশোর নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ আগস্ট ২০২৩ , ০৮:২৮ এএম


loading/img
ফাইল ছবি

রাঙ্গামাটির লংগদু লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নে বন্যহাতি দেখতে গিয়ে এক কিশোর নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) রাতে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৫টায় ওই ইউনিয়নের চন টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে মো. ফয়সাল (১৪)। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, হাতিগুলো দীর্ঘদিন যাবত চন টিলা এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসত বাড়িসহ ফসলের ক্ষতি ও ভাঙচুর করে। আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নেয়। এ কারণে মানুষ হাতি দেখতে এসে অনেকে আক্রমণের শিকার হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |