নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম, শালনগর, কাশিপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি।
শুক্রবার (১০ মে) সরেজমিন ওই এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) বিকেলে লোহাগড়া উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে ঝড় হয়েছে। ঝড়ে বেশি ক্ষতি হয়েছে কাশিপুর ইউনিয়নের কাশিপুর, গণ্ডব, বাহিরপাড়া ও চালিঘাট গ্রামে। ঘূর্ণিঝড়ে ব্যাপক ঘরবাড়ি, গাছ ভেঙে তছনছ হয়ে যায়। অনেক জায়গায় রাস্তার ওপর গাছ পড়ে যান চলাচল ও জনসাধারণের স্বাভাবিক চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের তার ছিঁড়ে গতকাল থেকে ওই এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে এ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরবাড়ি ভেঙে এবং গাছপালা ভেঙে চরম ক্ষতি হয়েছে। পাকা ধান ও সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে ও তার ছিঁড়ে গেছে। অনেক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।