ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৬:১৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

নড়াইলের কালিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৯ মার্চ) সকালে কালিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় আটক হওয়া কিশোরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের শহিদুল শিকদারের ছেলে ইছাদুল শিকদার (১৪)।

শিশুটির বাবা অভিযোগ করার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে ইছাদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ডিম কেনার জন্য মুদি দোকানে যায় শিশুটি। ডিম কিনে ফেরার পথে এ সময় শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী সুমিরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ইছাদুল। 

এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় মিনারুল মোল্লা নামে এক ব্যক্তি শিশু থেকে উদ্ধার করে।

বিষয়টি সম্পর্কে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুক্রবার রাতে জানতে পারি। রাতেই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। শনিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত ইছাদুল শিকদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |