• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১১:২৪
কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ধাক্কায় মফিজ উদ্দিন (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশায় করে ফুলবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা থাকা মফিজ উদ্দিন নিহত হন। অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বলেন, নিহত পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় ট্রাকচাপায় নিহত ৩
শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর