কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা স্ত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সাখাওয়াত হোসেন, তার বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস।
তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এছাড়া আহত হয় তার স্ত্রী।
তিনি আরও জানান, স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করে। এছাড়া মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/এফএ