ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০১:২৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকচাপায় আরিফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) রাত ১০টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

‎‎আরিফ হোসেন নাহার এগ্রো গ্রুপের মালামাল বহনকারী গাড়ির চালকের সহকারী ছিলেন। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ‎সিরাজগঞ্জ থেকে মালামাল সরবরাহ করে বুধবার রাত ১০টার দিকে মীরসরাইয়ের মস্তাননগরে নাহার এগ্রো গ্রুপের ফ্যাক্টরি এলাকায় এসে পৌঁছান আরিফ। গাড়ি থেকে নেমে রাতের খাবার খাওয়ার জন্য হোটেলের উদ্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

পরে খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। আরিফ গত এক মাস আগে নাহার এগ্রো গ্রুপের গাড়ি চালকের সহকারী হিসেবে যোগ দেন। 

‎মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহিম জলিল বলেন, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বুধবার রাত ১১টার দিকে আরিফ হোসেন নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

‎জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক ‎বোরহান উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাহার এগ্রো গ্রুপ ফ্যাক্টরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক যুবক নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে লাশ পুলিশ ফাঁড়িতে আনা হয়। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |