• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

বাউবিতে ৭ দফা দাবিতে র‍্যালি 

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৪:৫০
ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম ৭ দফা দাবিতে র‍্যালি করেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষক ফোরামের ব্যানারে শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে এ র‍্যালি কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষকবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামালের পদত্যাগসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

একইসঙ্গে আন্দোলনরত শিক্ষকরা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়ও বেঁধে দেন।

র‍্যালি শেষে ফোরামের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মো. মঈনুল ইসলাম, ডীন, স্কুল অব বিজনেস, সমন্বয়ক প্রফেসর ড. শাহ আলম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাবেশের পর র‌্যালির তারিখও পেছাল বিএনপি
নড়াইলে কিশোর গ্যাং ও মাদক নির্মূলের দাবিতে র‌্যালি 
কুড়িগ্রামে ছাত্রদলের শোক র‌্যালি ও সমাবেশ
নড়াইলে বিএনপির শোক র‌্যালি