• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৮:২০
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে কিশোর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

নিহত কিশোর উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলেন কিশোর সোহাগ দাস। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে আহত হয় সোহাগ। স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে এক কিশোর নিহত হয়েছেন। মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
পাইকগাছায় বজ্রপাতে নিহত ১
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের