ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

শীতলক্ষ্যায় গোসলে নেমে কিশোরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১২:২০ পিএম


loading/img
ছবি: আরটিভি

নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে মো. সাইফুল ইসলাম (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ।

নিহত সাইফুল ইসলাম পলাশ বাজার এলাকার আব্দুল চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, সাইফুল ঢাকায় একটি ব্যাগ তৈরির কারখানায় চাকরি করতো। ঈদে ছুটি পেয়ে বাবা-মায়ের সাথে ঈদ করতে বাড়িতে আসে। সোমবার দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে পলাশ বাজারের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। পরে তার বন্ধুরা গোসল শেষে নদী থেকে উঠে আসলেও সাইফুল উঠে আসতে পারেনি। সাঁতার না জানায় নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হন সাইফুল।

পরে বিকেলে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এ বিষয়ে পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ বলেন, সাঁতার না জানায় নদীর স্রোতে তলিয়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |