ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নাটোরে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১১:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন।

বিজ্ঞাপন

নিহত মো. মুক্তার হোসেন (৩২) দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত যুবক পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেনটি নাটোরের মাধনগর স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি পানি খেতে নিচে নামেন। পানি পান করে ট্রেনে উঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন বলেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রাবিরতি দিলে মুক্তার হোসেন পানি পান করতে নিচে নামেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |