ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা ঘুষ চান এসআই

আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৩:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মারামারির মামলা থেকে রাসেল হোসাইন নামে এক আমেরিকা প্রবাসীর নাম বাদ দিতে মোবাইল ফোনে ৫ লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

এ দিকে মোবাইল ফোনে ঘুষ দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ওই অডিওতে কথোপকথনের একপর্যায়ে পুলিশ সদস্য আবু জাফরকে বলতে শোনা যায়, মামলা থেকে নাম বাদ দিতে, সম্পূর্ণ কমপ্লিট করতে ৫ লাখ টাকার নিচে হবে না। আপনি জানেন চার পাঁচটা দপ্তরে টাকা দিতে হবে। আমি তো একা নাম কাটতে পারবো না। নাম বাদ দিতে গেলে এসপি স্যার, সার্কেল স্যার, ওসি স্যার আমাকে ডাকতে পারে। ঈদের আগে আপাতত ১ লাখ টাকা দিবেন। 

পুলিশ সদস্য আবু জাফর আরও বলেন, আসামি বাড়িতে পুলিশ যাবেনা। আমি মামলার আয়ু আমিও যাবোনা। মনে করলে একবারেও টাকা দিতে পারেন। কত টাকা দিতে পারবেন বলেন। হলে হবে না হলে নাই। মামলা থেকে নাম বাদ দিতে গেলে আমি একা পরবো না।

বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন পুলিশ সদস্যের সঙ্গে মোবাইলে কথা বলা গোলাম রাব্বি। গোলাম রাব্বি গুরুদাসপুর পৌর সদরের আনন্দ নগর মহল্লার রবিউল করিমের ছেলে। 

বিজ্ঞাপন

ঘুষ দাবির ওই অডিও ক্লিপে গোলাম রাব্বির সঙ্গে সোমবার বিকেলে এবং রাতে এসআই আবু জাফরকে দুদফায় ৫ মিনিট কথা বলতে শোনা যায়।

বিজ্ঞাপন

জানা যায়, প্রবাসী রাসেল হোসাইন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ রবিউল করিমের ছেলে। রাসেল দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন। তবে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে ‘রাশ আবরান স্টাইল শপিং মল’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ওই প্রতিষ্ঠানেই ম্যানেজার হিসেবে চাকরি করেন গোলাম রাব্বি। পুরনো কোন্দলের জেরে সম্প্রতি রুবেলকে মারধর করা হয়। রুবেল আমেরিকা প্রবাসী রাসেলেরই বন্ধু। ওই ঘটনার জেরে রাসেলকে ১ নম্বর আসামি করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন রুবেলের বাবা ফরিদ মোল্লা।

অভিযুক্ত এসআই আবু জাফর মৃধা বলেন, মামলা থেকে নাম কাটার বিষয়ে আমি কারও কাছে টাকা চাইনি। এসব অভিযোগ সত্য নয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এই অভিযোগটি পাওয়ার পর মঙ্গলবারই তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওই পুলিশ সদস্যকে রাতেই প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া গুরুদাসপুর থানা থেকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |