ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রেলক্রসিংয়ে আটকে গেল ট্রাক, তীব্র গতিতে ট্রেনের ধাক্কা

আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০৩:৪৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজীপুরে রেলক্রসিংয়ে আটকে যাওয়া এক ট্রাক তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) রাতে মীরের বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মালবাহী ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় আটকে যায়। বৃষ্টিতে রেললাইনের মাঝখানের মাটি সরে যাওয়ায় দীর্ঘ সময় চেষ্টা করেও ট্রাকটি সরানো যায়নি। পরে তিতাস কমিউটার ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট রোডে ট্রেল চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। ততক্ষণে দুপাশে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী।

জানা যায়, শুধু এই ক্রসিংই নয় জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই শিগগিরই রেল ক্রসিংগুলো মেরামতের দাবি এলাকাবাসীর।

ঘটনার বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়‌। একপর্যায়ে ট্রেনটি গাজীপুর মহানগরের মিরের বাজার এলাকায় পৌঁছায়। এর আগে থেকেই মীরের বাজার রেলক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে দূরে সরে যায়। ঘটনার আগে চালক ট্রাক থেকে নেমে যান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |