• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭
গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত 
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার গফরগাঁও-বরমী সড়কে উপজেলার বড় মৃধাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম।

নিহত সিয়াম আহম্মেদ একই উপজেলার কান্দিপাড়া গ্রামের শামীম শেখের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ওসি শিবিরুল বলেন, গফরগাঁও-বরমী সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সিয়াম আহম্মেদ। বিকেল সাড়ে ৫টার দিকে বড় মৃধা বাড়ি মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সিয়াম গুরুতর আহত হন। এ সময় আহত হন অটোরিকশার দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি শিবিরুল ইসলাম।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, প্রাইভেটকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ
ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত