ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৩:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. ইমরান হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।

নিহত মো. ইমরান হোসেন উপজেলার পৌর শহরের শিলাসী কড়ইতলা এলাকার আশ্রয়ণকেন্দ্রের মো. এরশাদের ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, মো. ইমরান হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক এলাকার সানীর সঙ্গে ইমরানের ৭০০ টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমরান। কড়ইতলা আশ্রয়ণ প্রকল্পের সামনে আসতেই এ নিয়ে সানী ও ইমরানের মধ্যে কথা-কাটাকাটির হয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সানীসহ তার নেতৃত্বে আরও দুজন ক্ষিপ্ত হয়ে ইমরানকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |