• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫০
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে পৌনে ১০টায় বেলাবো উপজেলার বিন্নাবাইদ এলাকা স্থানীয় বিএম কলেজের পাশে একটি জালা খেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

এর আগে একই উপজেলায় গত ১৯ জানুয়ারি স্কুলছাত্র অনয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরই রেশ কাটতে না কাটতে আবার পাওয়া গেল আরেক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, সকালে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করার সময় হঠাৎ দেখতে পায় বিএম কলেজের পাশে একটি জালা খেতে মানুষের মতো একটি বস্তু। পরে কাছে গিয়ে দেখে একজন অজ্ঞাত (৫৫) পুরুষের মরদেহ। খবর পেয়ে এলাকার শত শত নারী পুরুষ মরদেহটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল পৌনে ১০টায় দিকে মরদেহ উদ্ধার করেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহটি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। শত শত স্থানীয় লোকজন মরদেহটিকে দেখে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। মরদেহটি ছিল একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে কে বা কারা এবং কেন তাকে মারা হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ দিকে পুলিশের ধারণা, রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে মেরে মরদেহটি জালা খেতে ফেলে রেখে চলে যায়।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হাসপাতালের বহির্বিভাগের পাশেই পড়েছিল বৃদ্ধের মরদেহ