ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পুলিশ সদস্যের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৯:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক পুলিশ সদস্যের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড়ের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদুল উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে ও পুলিশে কর্মরত ছিলেন। ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাগানে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে জাহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, জাহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র এবং গুলির চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |