লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকার ধরলা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নদীতে মরদেহ ভাসতে দেখার বিষয়টি জানান।
সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানার এসআই মো. এনামুল হক ফোর্সসহ স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর। ধর্মীয় দিক থেকে তিনি মুসলমান হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় মুখমণ্ডল ও দেহের গঠন পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা বাদল কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরটিভি/এফএ -টি