ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

স্বজন ভেবে মরদেহ নিয়ে বাড়ি গেলেন তারা, অতঃপর...

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:৪৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

সিলেটের জকিগঞ্জে ভুল করে এক ব্যক্তিকে নিজেদের স্বজন মনে করে দাফনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল একটি পরিবার। তবে দাফনের ঠিক আগ মুহূর্তে খবর আসে যাকে মৃত ভেবে কবর দেওয়া হচ্ছিল সেই পরিচয়ের মানুষটি জীবিত রয়েছেন। পরে পুলিশি অনুমতি নিয়ে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহের দাফন সম্পন্ন করা হয়। রোববার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, ভুলে অন্য একজনের মরদেহকে নিজেদের স্বজন হিসেবে শনাক্ত করেছিল পরিবারটি। গত শুক্রবার জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাত ওই ব্যক্তি। পরে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রাহ্মণগ্রামের বাসিন্দা বাবুল আহমদ মরদেহ দেখে সেটিকে তার ভাই সাবু আহমদের (৫৫) বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাতে বাবুল আহমদ ও তাদের মামাতো ভাই উজির উদ্দিন মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

বিজ্ঞাপন

রোববার সকালে দাফনের প্রস্তুতির সময় গোসলের ঠিক পরপরই গঙ্গাজল এলাকা থেকে এক ব্যক্তি ফোন দিয়ে জানান, সাবু আহমদ জীবিত রয়েছেন এবং তিনি গঙ্গাজল বাজারে অবস্থান করছেন। বিষয়টি জানার পর উজির উদ্দিন গঙ্গাজল বাজারে গিয়ে সত্যি তার ভাই সাবুকে জীবিত দেখতে পান।

ঘটনার বিষয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহকে ভুল করে সাবু আহমদ ভেবে বাড়িতে এনেছিল তার পরিবারের লোকজন। পরে দেখা যায়, সাবু আহমদ বেঁচে রয়েছেন। বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অজ্ঞাত ব্যক্তির দাফনের ব্যবস্থাও তারাই করেছেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল হাসপাতালে। এমন তথ্য পুলিশকে জানানো হয়েছিল। তবে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ নিতে গেলে জানানো হয়, পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন জানতে পেরেছি, যারা মরদেহটি শনাক্ত করেছিলেন তাদের সেই স্বজন বেঁচে আছেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ তারাই দাফনের ব্যবস্থা করেছেন। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |