আলেমদের ওপর স্টিম রোলার চালানো হয়েছে: জামায়াত সেক্রেটারি
আওয়ামী লীগ সরকারের আমলে আলেমদের ওপর স্টিম রোলার চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৪ জানুয়ারি) শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পতিত আওয়ামী লীগ সরকারের সমোলোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, গত ৫ আগস্টের আগে ইসলামপন্থী আলেমদের ওপর স্টিম রোলার চালানো হয়েছে, শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছে। যেখানের মাল সেখানে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি। এখন শোনা যাচ্ছে, তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান। তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাতার গেট তৈরি করে রেখেছে।
এ সময় তিনি আরও বলেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামায়াতের নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকবো সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।
এর পূর্বে তিনি ঢাকাস্থ খুলনা ক্লাবের উদ্যোগে লঞ্চ ভ্রমণে গোসাইরহাট উপজেলার চর জালালপুর এক মিলন মেলায় অংশগ্রহণ করেন। সেখানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা জামাযাতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার জামায়াতে মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা, উপজেলা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন