রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনপল্লী এলাকায় নজরুল বেপারী (৩২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।
জানা যায়, নিহত নজরুল বেপারী গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পান-সিগারেটের দোকান দিয়ে ব্যবসা করতেন তিনি।
পুলিশ জানায়, নিহত নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক ও একটি জুয়ার মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নজরুলের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এমকে