চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এক সাম্পান মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। নিহতের নাম জাবেদ আহমেদ (৪৬)। বৃহস্পতিবার রাতে বোয়ালখালী উপজেলার হামিদ চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ইনচার্জ একরাম উল্লাহ।
জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের এলাকার শরীফ আলীর ছেলে।
জানা যায়, গত ৯ এপ্রিল সন্ধ্যার দিকে হামিদ চর এলাকায় নিখোঁজ হন জাবেদ। জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিনচালিত কাঠের নৌকা খুলে গেলে তিনি সেটি আটকাতে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে নৌ-পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মিলেনি।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ইনচার্জ একরাম উল্লাহ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমকে