ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

যৌনপল্লীতে নিজ ঘর থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:৩৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া আক্তার ওরফে বুলু (২৬) নামের এক যৌনকর্মীর নিজ কক্ষের ওয়ারড্রব থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দৌলতদিয়া পূর্ব পাড়ার যৌনপল্লীর বাড়িওয়ালা শিরিন-সরোর বাগির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

নিহত তানিয়া আক্তার ওরফে বুলু বাড়ি বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার রায়পুর গ্রামে।

বিজ্ঞাপন

যৌনপল্লীর যৌনকর্মীরা জানান, তানিয়ার সঙ্গে তাদের মঙ্গলবার সকাল ১০টায় কথা হয়েছে। পরে সারাদিন তারা তানিয়াকে দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন। পরে তানিয়া যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসেও তানিয়াকে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে একপর্যায়ে তানিয়ার ঘরে খোঁজাখুঁজি করা হয়। পরে ঘরের মধ্যে থাকা ওয়ারড্রবের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তখন গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গলায় মোবাইল চার্জার ক্যাবলের তার পেঁচানো অবস্থায় তানিয়া নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |