ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বগুড়ায় রাতভর সেনা অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১২:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ার রাজাপুর ইউনিয়নের মণ্ডল ধরন এলাকায় রাতভর সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযানে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযানের সময় তাদের আটক করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট ফাহাদ।

জানা যায়, লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালালো হয়।

বিজ্ঞাপন

অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। 

পরবর্তীতে তাদের ও উদ্ধার করা অস্ত্র-মোবাইল পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |