ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শ্বশুরকে গাছে বেঁধে পেটালেন জামাই, জানা গেল কারণ

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জামাইসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্যাতনের শিকার ব্যক্তি সাইদুল প্রামাণিক (৪৫) সমসপুর গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিরা হলেন—সাইদুলের জামাই মো. দাউদ মণ্ডল এবং তার বাবা মো. মিজান মণ্ডল ও ভাই মো. নাজমুল মণ্ডল।

আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ছয় বছর আগে সাইদুল তার জামাই দাউদের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে এক লাখ টাকা নিয়েছিলেন। পরে জমি না দিতে পারায় টাকা ফেরত চায় দাউদ। সাইদুল তখন এক মাস সময় নিলেও টাকা আর ফেরত দেননি।

বিজ্ঞাপন

এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। আজ সকালে সাইদুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে দাউদ ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে সাইদুলকে উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |