ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করল বিএসএফ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৫:৫৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিরা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ সময় নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। তারা বাসা বাড়ির কাজসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। আটককৃতদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |