ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না আবুল কালামের

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১২:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জামালপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার সময় বাসচাপায় আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের কাজীর আখ এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল কালাম সদর উপজেলার রশিদপুর এলাকার আলতি শেখের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় শ্যালিকার বিয়ের অনুষ্ঠান শেষে পৌর শহরের কাজীর আখের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী রাজিব বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে আবুল কালামকে চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে এক কিলোমিটার দূরে কম্পপুর এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জমির মধ্যে গিয়ে পড়ে। পরে বাসটি রেখে চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার কিছুক্ষণ পর রাজিব বাস সার্ভিসের আরেকটি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, আবুল কালাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাসচাপায় নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |