রমজান মাসে ভেজাল প্রতিরোধের নামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া অস্বাভাবিক জরিমানার প্রতিবাদে রংপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জেলার রেস্তোরাঁ ও বেকারি মালিকেরা।
রোববার (২৬ মে) সকাল থেকে রংপুর নগরীর দেড় শতাধিক রেস্তোরা ও আড়াই শতাধিক বেকারি বন্ধ রয়েছে।
সংগঠনের নেতারা জানান, গত ২৩ তারিখ ৪টি হোটেলের মালিককে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যা রংপুরের হোটেল ও রেস্তোরাঁয় আয়ের চেয়ে অস্বাভাবিক জরিমানা।
জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বেপারি বলেন, ল্যাবরেটরি টেস্ট ছাড়াই এই জরিমানা অগ্রহণযোগ্য। তাই বৈধ ব্যবসা এবং জনগণের সেবায় এই হয়রানি বন্ধের দাবিতে তারা এই ধর্মঘট শুরু করেছেন।
এসএস