জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ও সন ব্যবহারের দাবিতে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নস্কর আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাষার জন্য প্রাণ দিয়েছে বাঙালি জাতি। কিন্তু প্রতিটি জাতীয় দিবসে বাংলা তারিখ ও সন ব্যবহার করা হচ্ছে না। ইংরেজির পাশাপাশি জাতীয় দিবসগুলোতে বাংলা তারিখ ও সন ব্যবহারের দাবি জানান তিনি।
এর আগে গেলো ১২ ফেব্রুয়ারি একই দাবিতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন তিনি। এর প্রেক্ষিতে গেলো ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুল জারি করেন।
মন্ত্রিপরিষদের সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
জেবি/পি