• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ও সন ব্যবহারের দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪০
সংবাদ বক্তব্য সাংবাদিক
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সাংবাদিক নস্কর আলী

জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ও সন ব্যবহারের দাবিতে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নস্কর আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাষার জন্য প্রাণ দিয়েছে বাঙালি জাতি। কিন্তু প্রতিটি জাতীয় দিবসে বাংলা তারিখ ও সন ব্যবহার করা হচ্ছে না। ইংরেজির পাশাপাশি জাতীয় দিবসগুলোতে বাংলা তারিখ ও সন ব্যবহারের দাবি জানান তিনি।

এর আগে গেলো ১২ ফেব্রুয়ারি একই দাবিতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন তিনি। এর প্রেক্ষিতে গেলো ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুল জারি করেন।

মন্ত্রিপরিষদের সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফর শেষ করলেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা
বাংলাদেশে সরিয়ে আনা হতে পারে রাশিয়ার বড় বড় পোশাক কারখানা 
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সবসময় উদার: যুক্তরাষ্ট্র
ইউএস-বাংলায় যোগ হচ্ছে নতুন এয়ারবাস ৩৩০ ও বোয়িং ৭৩৭-৮০০