নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) বিকেলে আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আবদুল বাতেন, ইস্টার্ন ব্যাংকের সিনিয়র অফিসার আলমগীর হোসেন, আরটিভির সোনারগাঁও প্রতিনিধি মোশারফ হোসেন খসরুসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এ সময় প্রধান বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে।
প্রতিটি শিক্ষার্থীকে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে এ বিষয়ে অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
আরটিভি/এমকে