• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে এবং ১০ জন যাত্রী আহত হয়েছে।  সোমবার (২৩ ডিসেম্বর) রাতে মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি বাস জৈনপুর এক্সপ্রেস একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং নারীসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আরটিভি/এমকে
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২
সোনারগাঁয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।  সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে বিএনপির ও অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে ফুল দেন। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আরটিভি/এমকে
বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে মাঠে নেমেছে সোনারগাঁও থানা মহিলা দল। উপজেলার সোনারগাঁও পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উঠান বৈঠক করেন থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার। উঠান বৈঠকে সালমা আক্তার বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। পরে এর ওপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন নেতাকর্মীরা। এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী দিক নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া। কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা-হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। তারা আরও বলেন, জুলুমকারীদের আল্লাহ পছন্দ করে না বলেই তার এমন পতন হয়েছে।  উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। আরটিভি/এএইচ/এআর
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরও ৩ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ১৪৮টি মোবাইল উদ্ধার করা হয়।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী, ৮ ডিসেম্বর রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের গাড়ি আটকে মোবাইল ছিনতাই হয়। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এস
সোনারগাঁওয়ে সমন্বয়কদের গাড়িতে হামলা, গ্রেপ্তার ২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের রিয়াজুদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) ও সামসুল আলমের ছেলে বিল্লাল মিয়া (৪৫)।  এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় অভিযান চালিয়ে দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আরটিভি/এমকে
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালক নিতাই বর্মণ (২৫) নিহত হয়েছে।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানার সামনে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত নিতাই বর্মণ উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের উমেষ বর্মণের ছেলে। সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বারী জানান, অটোরিকশাটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় সোনারগাঁ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ছিটকে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ/এস 
নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে। মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত পাঁচ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বুধবার বিকেলে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আরটিভি/এএএ/এস