• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
‘শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৪ নভেম্বর) বিকেলে আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মিজানুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আবদুল বাতেন, ইস্টার্ন ব্যাংকের সিনিয়র অফিসার আলমগীর হোসেন, আরটিভির সোনারগাঁও প্রতিনিধি মোশারফ হোসেন খসরুসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এ সময় প্রধান বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে এ বিষয়ে অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।  আরটিভি/এমকে
সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক
চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, ৩ আসামি গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হানিফ মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর তেজগাঁও ও মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে কামরুল (২৩), ওমর হোসেন (২৫) ও মুজাহিদুল ইসলাম কাউছার (২২) রয়েছে। কামরুল বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে, ওমর গজারিয়া উপজেলার পুরাচক বাউশিয়ার মনির হোসেনের ছেলে এবং কাউছার বেগমগঞ্জ উপজেলার মধুপুর এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।  ওসি আব্দুল বারী বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।  আরটিভি/এমকে-টি
সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে শিয়াল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শিয়ালের আতঙ্কে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকেলে একটি শিয়াল হঠাৎ করে গ্রামের ভেতর চলে আসে। এ সময় শিয়ালের কামড়ে পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামের সড়কে ও বসতভিটায় অবস্থান করা শাহজালাল (১৪), সোহাগ (১১), মো. হালিম (৫০) ও রুবী বেগমসহ (৬০) প্রায় ২০ জন আহন হয়। ভিটি পাড়া গ্রামের মো. এছাক বলেন, বিকেল ৪টার দিকে একটি শেয়াল হঠাৎ লোকালয়ে চলে আসে। এ সময় যাকেই সামনে পেয়েছে কামড়ে আহত করেছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এআর
চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার চেঙ্গাকান্দি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  নিহতের নাম মোহাম্মদ হানিফ (৬০)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে ও পেশায় একজন ড্রাইভার ছিলেন।  বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর তার গাড়িটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, নিহত হানিফের স্ত্রী রহিমা বেগম ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আরটিভি/আইএম
হেফাজতকাণ্ডে সোনারগাঁয়ে দুই সাবেক সাংসদসহ ১২৮ জনকে আসামি করে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতকাণ্ডের তিন বছর পর দুই সংসদ সদস্যসহ ১২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার সদস্য মাওলানা শাজাহান শিবলী।  রোববার (২০ অক্টোবর) রাতে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী।  মামলায় নারায়ণগঞ্জ -২ আসনের সাবেক সংসদ নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ আব্দুল্লাহ আল- কায়সারসহ ১২৮ জনকে আসামি করা হয়।  এ মামলায় নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, রাজধানীর মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমানকেও আসামি করা হয়েছে। মামলায় হেফাজতে ইসলামের সমর্থক শাহজাহান শিবলী উল্লেখ করেন, কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার স্ত্রীসহ গত ২০২১ সালের ৩রা এপ্রিল রাতে সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক সাংসদের ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ  ও পরোক্ষ মদদে এজহারনামীয় আসামিরাসহ ১শ থেকে দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তা করে রিসোর্ট থেকে বের করে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মামুনুল হককে স্ত্রীসহ হেনস্তার জোরালো প্রতিবাদ করেন। এ সময় এজহার নামীয় আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশ নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান।  তিনি এজহারে আরও উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে মাওলানা ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা দায়ের করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, গত রোববার রাতে অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরটিভি/এফআই
কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাধুরচর কবরস্থানের জমি জাল দলিল করে প্রবাসী পল্লী (ডিজিটাল রেসিডেন্স) নামে একটি আবাসন কোম্পানির কাছে ৪৬ শতাংশ জমি বিক্রি করে দেওয়ার প্রতিবাদে দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর অটোস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন মহজপুর শাহী মসজিদের খতিব মুফতি আবু বক্কর কাসেমী, নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জহিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম, মোস্তফা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের লাধুরচর কবরস্থান। এ কবরস্থানের ৪৬ শতাংশ জমি জাল দলিল করে নোয়াগাঁও ইউনিয়নের নয়ন বর্মন, দেলোয়ার, মাইনুদ্দিন গংরা, ডিজিটাল রেসিডেন্স কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই জমি ফেরত না দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ডিজিটাল রেসিডেন্সের ম্যানেজার জিল্লুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।  আরটিভি/এমকে
সোনারগাঁয়ে নিম্ন আয়ের হিন্দুদের মাঝে যুবদলের উপহার সামগ্রী বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা যুবদলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ভৈরবদী শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ মন্দিরে ৫ শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, ‘ধর্মীয় উৎসব যার যার, এ দেশে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। এ দেশে একটাই পরিচয় আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুকুল চন্দ্র দাস, উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ন আহ্বায়ক কাউসার, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা। আরটিভি/এমকে