নরসিংদীর পলাশে সরকারি রাস্তা থেকে ইট তুলে সেখানে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সুভাস সেন নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার বুড়িবাড়ি গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়কের এসব ইট তুলে সড়কের মাঝে এই দেয়াল নির্মাণ করা হয়। এতে ওই গ্রামের ৫০টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে যায়।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকাবাসীর চলাচলের জন্য গত ৬ মাস পূর্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে বুড়িবাড়ি গ্রামে সড়কটি নির্মাণ করে উপজেলা পরিষদ। গত দুই দিন ধরে প্রতিবেশী সুভাস সেন সড়কের ইট তুলে ফেলে দিয়ে জোরপূর্বক সড়কের মাঝে দেয়াল নির্মাণ কাজ করছেন। এলাকাবাসী এতে বাধা দিতে এলে হুমকির শিকার হচ্ছেন।
অভিযুক্ত সুভাস সেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সড়কের জমি তার নিজের। তাই তিনি সেখান থেকে আগের তৈরি রাস্তার ইট তুলে নতুন করে দেয়াল নির্মাণ করছেন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন জানান, সরকারিভাবে কোনো রাস্তা নির্মাণ হলে সেখানে কেউ জমির মালিক থাকলেও তিনি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ