• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
নরসিংদীতে দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিচয় মিলেছে
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজির ৬ যাত্রীর
নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।  শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শিবপুরের পাঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।  পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয় জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।   শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। আমরা বর্তমানে মরদেহ এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।     আরটিভি/এএএ/এসএ
শিবপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা
বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ
কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে ভ্রুন হত্যার অভিযোগ
নরসিংদীর শিবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।  শনিবার (১৮ মে) কিশোরীর বাবা বাদী হয়ে এ মামলা করেন।  অভিযুক্ত বৃদ্ধ উপজেলার বাঘাব ইউনিয়নের পাঁচ পাইকা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. হিরণ (৬০)। তারা সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতি। থানায় অভিযোগের পর থেকে অভিযুক্ত হিরণ পালাতক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন।   জানা যায়, ওই কিশোরীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বৃদ্ধ হিরণ। এতে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। পরে হিরণের বাড়িতে ওই কিশোরীর গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়ে সে। আশপাশের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার গর্ভপাত করানো হয়।  এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনির বলেন, ‘কিশোরীর বাবা একজন দিনমজুর ও মা অন্যের বাড়িতে কাজ করেন। অসচেতন পরিবার। মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা বুঝতে পারেনি তারা। গত ২৯ এপ্রিল হিরণের বাড়িতে তার গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ খাওয়ানোর পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করি আমরা।’  ইউপি সদস্য মনির আরও বলেন, ‘ওষুধ খাওয়ানোর ফলে গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায় ওই কিশোরীর। চিকিৎসা দিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনার পরে হিরণ পালিয়ে যান। এ ঘটনাকে আপস-মীমাংসা করার জন্য তার ছেলে আল আমিন ও তার মামা মোকলেসের সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দিতে বলেন তারা। এ অবস্থায় সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী।’
বিয়ের দাবিতে প্রেমিক তরিকুলের বাড়িতে তরুণী, অতঃপর...
নরসিংদীর শিবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। ঘটনার পর প্রেমিক তরিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে পৌরসভার বান্দারদিয়া এলাকার প্রেমিক তরিকুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। জানা গেছে, প্রেমিক তারিকুল ইসলাম ওই গ্রামের বাছেদ মিয়ার ছেলে। আর ভুক্তভোগী ওই তরুণী উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের বাসিন্দা।  ওই তরুণী জানান, প্রায় পাঁচ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক তারিকুল তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি তরুণীর পরিবার জেনে যায়। এরপর থেকেই তারিকুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এখন ফোনেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারিকুল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অবস্থান শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান ওই তরুণী। পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক তারিকুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বাছেদ মিয়া বলেন, সম্প্রতি তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্কের কথা শুনে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। হঠাৎ করেই বাড়িতে এসে অবস্থান নিয়েছে মেয়েটি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।  পৌর কমিশনার জাহাঙ্গীর আলম জানান, তরুণীর অবস্থানের বিষয়টি লোকমুখে শুনেছি। পরিবারের কেউ আমার কাছে আসেনি।  এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, অবস্থানের বিষয়টি নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
কেন্দ্রে হামলা-ভাঙচুর, শিবপুরে পুলিশের গুলির পর ভোট বাতিল
নরসিংদীর শিবপুরের দুলালপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে বাধা দিলে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করে স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা পরপর ছয় রাউন্ড ছোড়েন করেন। এসময় ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে ঘটনার পরপরই নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম, নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওইসময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও কেন্দ্র ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। পরপর ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। ওইসময় তাদের হামলা থেকে বাঁচতে আমরা দরজা বন্ধ করে দেই। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্রে হামলা ও প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। শিবপুরে একটি ও মনোহরদীতে একটিসহ মোট দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু আছে। সেখানে নির্বিঘ্নে ভোটগ্রহণ হয়েছে। উল্লেখ্য, নরসিংদী-৪ আসনের (বেলাব-মনোহরদী) সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেওয়াসহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহামুদ হুমায়ূনের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন।