ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন তানিয়া

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ০৭:৫৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তানিয়া আক্তার সুইটি (৩০) নামে এক গৃহবধূ। 

বিজ্ঞাপন

বুধবার (১৪ মে) দুপুর ১২টায় ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে সফল অস্ত্রোপচার করার মাধ্যমে এ তিন সন্তানের জন্ম দেন তিনি। 

তানিয়া আক্তার সুইটি উপজেলার দক্ষিণ পলাশের স্কুল শিক্ষক মো. আনোয়ার হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তানিয়ার।

বিজ্ঞাপন

ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালের গাইনী সার্জন ডা. তরিকত আলম শিল্পী বলেন, তারা আগে জানতেন না তাদের তিনটি সন্তান হবে। আজ হাসপাতালে আসার পর জানতে পারেন তিনটি সন্তান হবে। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন সুইটি। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। তারপরও ২ দিন হাসপাতালে তারা পর্যবেক্ষণে থাকবেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান, প্রসব বেদনা শুরু হলে তানিয়া আক্তার সুইটিকে আজ সকালে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি সন্তান রয়েছে বলে জানান। দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন। 

গৃহবধূর স্বামী মো. আনোয়ার হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ রাখেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |