নরসিংদী রায়পুরাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আব্দুলাহ (৭০) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে দিগুলিয়াকান্দি এলাকায় নতুন বাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার দিগুলিয়াকান্দি এলাকার মৃত আব্দুল সালামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বাঁশগাড়ী ইউনিয়নের ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মৃত পল্লী চিকিৎসকের ছেলে শরীফের সঙ্গে ২নং ওয়ার্ডের এরশাদ মেম্বারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এরশাদ মেম্বারসহ তার লোকজন দুপুরে বাঁশগাড়ী নতুন বাজারে সামনে শরীফকে মারধর করে। শরীফের বাবা পল্লী চিকিৎসক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে আহত অবস্থায় পল্লী চিকিৎসক আব্দুলাহকে (৭০) নরসিংদী সদর হাসপাতাল প্রেরণ করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে আরএমও মাহমুদুল কবির বাসার বলেন, ‘পল্লী চিকিৎসককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।’
রায়পুরা থানার ওসি মুহাম্মদ আব্দুল জব্বার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ‘এসএই সায়েদুর রহমান বিষয়টি তদন্ত করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পায়নি। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে মরদেহ প্রেরণ করা হয়। এ ব্যাপারে নিহতের কেউ এখনও মামলা দায়ের করতে আসেননি।’
আরটিভি/এমকে