• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন গ্রেপ্তার
রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিনগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, আজ সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাত ২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আরটিভি/এএএ 
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে
রায়পুরায় ম্যারাথনে অংশ নিলেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা
অন্তর্বর্তী সরকার শহীদদের খুনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী
মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নরসিংদীর রায়পুরাতে ইলেকট্রিক শক ডিভাইসের মাধ্যমে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের নয়াচরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মো. আব্দুল জাব্বার। নিহত মনির মিয়া রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। মনির মিয়ার স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল মনির। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নদীতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা দুজন জেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। স্বজনরা তাকে দ্রুত পাশের ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি মো. আব্দুল জাব্বার বলেন, নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নৌ-পুলিশ তদন্ত করবে। তিনি আরও বলেন, এভাবে মাছ ধরা খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে কিশোর মনিরের মৃত্যু হয়েছে। জেলেরা যেন ইলেকট্রিক শক ডিভাইসের মাধ্যমে মাছ না ধরেন সেই বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। আরটিভি/এমকে/এসএ
সড়ক পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত
নরসিংদীর রায়পুরায় বাসচাপায় মুনতাহা (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির নানি মমতাজ বেগম (৫০)।  রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো. মামুন মিয়ার মেয়ে।  পুলিশ ও স্থানীয়রা জানান, মরজাল বাসস্ট্যান্ডের অদূরে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা নানি মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য নাতনি মুনতাহাকে সঙ্গে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। তারা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।  ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।  আরটিভি/এমকে-টি
রেললাইনে ছিন্নভিন্ন ৫ মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য
নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর এলাকায় ট্রেনে কাটা পড়া ছিন্নবিচ্ছিন্ন পাঁচ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোরে উদ্ধার হওয়া এসব মরদেহের পরিচয় না মেলায় রাতে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মঙ্গলবার (৯ জুলাই) পর্যন্ত ঘটনাটি  কোন সময়ের, কোন ট্রেনে কাটা পড়েছে নাকি হত্যা করে মরদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে জনমনে রহস্য দানা বাঁধছে। আলোচনা চলছে গোটা জেলা ছাড়িয়ে দেশজুড়ে। এদিকে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মরদেহের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, সব মরদেহই পুরুষের। তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হবে। স্টেশনে থাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়। ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনটি মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময় সিসিটিভির ফুটেজে দেখা যায়, ট্রেনটির ছাদে কয়েকজন যাত্রী ছিলেন। এই যাত্রীরাই মারা গেছেন কি না সেটি নিশ্চিত হতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রায়পুরা মেথিকান্দা স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে কমলাপুরে ঘটনাটি ঘটেছে। চারদিকে ঝোঁপঝাড়, আধা কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। রাস্তা পারাপারের প্রসঙ্গ নেই ঘটনাস্থলে, ফলে রেললাইন পার হতে গিয়ে কেটে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না। এই এলাকায় মানুষের চলাচলও হাতেগোনা। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ওই ৫ তরুণের পোশাক দেখে টোকাই শ্রেণির মনে হয়েছে। ট্রেনের ছাদে বা ইঞ্জিনে বসে তারা হয়তো যাচ্ছিলেন। ফলে দুই বগির মাঝখানে বা ইঞ্জিন থেকে পড়ে গিয়ে কাটা পড়ে মারা গেছেন। তবে এভাবে পাঁচজনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। কেউ কেউ বলছেন, হত্যার পর তাদের লাশ এখানে ফেলে যাওয়া হয়েছে। ভ্যানচালক রফিক হায়দার বলেন, আগে কখনো এত মানুষের এমন মৃত্যু দেখিনি। তারা কীভাবে মারা গেছে বুঝতে পারছি না। সকালে উঠে লাশ দেখতে পাই। মনে হচ্ছে, হত্যার পর তাদের লাশ কেউ এই জায়গায় ফেলে গেছে। স্থানীয় বারিক আলী বলেন, সকালে রেললাইনের পাশে লোকজনের ভিড় দেখে এগিয়ে আসি। এসে দেখি রেললাইনে মানুষের শরীরের বিচ্ছিন্ন কিছু অংশ ও রক্ত। একটু সামনে এগুতেই একটি মরদেহ দেখা যায়। পরে আরেকটু সামনে গেলে আরও চারটি লাশ দেখা যায়। এটি পারাপারের কোনো রাস্তা নয়। তাই এই মৃত্যুগুলো রহস্যজনক মনে হচ্ছে।   মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, ভোর ৫টা ২২ মিনিটে উপবন, ৫টা ৪৮ মিনিটে ঢাকা মেইল ও সাড়ে ৬টায় তিতাস ঢাকার উদ্দেশ্যে মেথিকান্দা স্টেশন পার হয়েছে। এরমধ্যে কোনো ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হতে পারে। তারা ট্রেনের ছাদ থেকে পিছলে পড়ে কাটা পড়েছেন, নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিরা স্থানীয় কেউ নন বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের আগে ওই রেললাইন দিয়ে আরও তিনটি ট্রেন চলাচল করেছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, পিবিআই হাতের ছাপ সংগ্রহ করলেও তদের পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তাদের কোনো জাতীয় পরিচয়পত্র নেই। আমরা মরদেহগুলোর ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করেছি। এগুলো ঢাকার মালিবাগের সিআইডি ল্যাবে পাঠানো হবে। ডিএনএ পরিচয় শনাক্তে ও ভিসেরা মাধ্যমে তারা কোনো নেশা করেছিল কি না শনাক্ত করা যাবে। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে রেলওয়ে কবরস্থানে সিরিয়ালভাবে দাফন করা হয়েছে। আর এটি হত্যা না দুর্ঘটনা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বলা যাবে। রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টায় আঙুলের ছাপ নিয়েছে পিবিআই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে আমাদের ধারণা, ছাদ থেকে পড়ে মরদেহ এভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয় না। আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করছি। ঘটনার সময় চলাচলকারী ট্রেন, টিটি ও যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন করা যাবে।
অবশেষে মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী
‘বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছি, সব থেমে যাবে’ এমন মন্তব্য করেছেন বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ ত্যাগ করার আগে তিনি এ মন্তব্য করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তবে খবরটি মিথ্যা বলে দাবি করেছেন লাকী​​​। এ ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদের নিজ কক্ষে স্থানীয় কিছু সাংবাদিকদের ডেকে খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি। এ সময় তার দেওয়া বক্তব্যের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে লাকীর সমর্থিত কিছু নেতাকর্মীও উপস্থিত ছিলেন। লায়লা কানিজ লাকী বলেন, গত বৃহস্পতিবার (২৭ জুন) আমি অফিসে এসেছিলাম। অফিসের কাজকর্ম শেষ করে যথারীতি কারো সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে পরিষদ থেকে সোজা নিজ গাড়িতে অফিস ত্যাগ করি। কিন্তু সেদিন কে বা কারা সাংবাদিক ভাইদের একটা ভুল তথ্য দিয়েছেন যে, আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদেরকে ম্যানেজ করেই এখানে এসেছি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এ রকম কথা আমি বলিনি। লায়লা কানিজ লাকী আরও বলেন, যারা মিডিয়াকর্মী ও সাংবাদিকদেরকে এ রকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন। আপনারা সমাজের দর্পণ। আমি আশা করব আপনারা সত্যটা প্রকাশ করবেন। আমি সবাইকে আবার বলছি আমি এ কথাটা বলি নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। প্রসঙ্গত, বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী ছাগলকাণ্ডের ঘটনার দুই সপ্তাহ পর উপজেলা পরিষদে এসেছিলেন। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ে দুটি সভায় অংশ নেন তিনি। সভা শেষে তিনি ওই দিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই চলে যান। সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকী। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে। লায়লা কানিজের বাবা কফিল উদ্দিন আহম্মদ ছিলেন একজন খাদ্য কর্মকর্তা
ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যা, নির্বাচন স্থগিত
নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া (৪২) নিহত হওয়ায় আগামী ২৯ মে অনুষ্ঠেয় রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষণায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটগ্রহণের পূর্বে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় এ উপজেলায় সব পদের নির্বাচন স্থগিত করা হলো। জানা যায়, গতকাল বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মামদিরকান্দি এলাকায় গণসংযোগে যান চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া। দুপুর দেড়টার দিকে মামদিরকান্দি এলাকায় দুজনের সমর্থক মুখোমুখি হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সুমন মিয়ার প্রচারণার গাড়ি থেকে আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের ওপর গুলি ছোড়া হয়। এ সময় রুবেলের সমর্থকরা সুমন ও তার সমর্থকদের ঘেরাও করে ফেলে। সুমন দৌঁড়ে পালিয়ে পাশের মীরেরকান্দি এলাকায় যাওয়ার চেষ্টা করেন। রুবেল সমর্থকরা পিছু নিয়ে সুমনকে আটকে মারধর করে। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, শুনেছি নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের বাদ আছর সেরাজ নগর স্কুল মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব চরসুবুদ্ধি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত
নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে (৪২) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত মো. সুমন মিয়া (৪২) নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে। তিনি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নিহত সুমন মিয়ার সমর্থকরা জানান, বুধবার দুপুরে রায়পুরা উপজেলার পাড়াতলীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করতে যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দী পৌঁছলে তার প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় রুবেলের সমর্থকরা সুমন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, ঘটনা শুনে পাড়াতলী ইউনিয়নে অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়। তবে ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।