• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
রায়পুরায় ম্যারাথনে অংশ নিলেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা
নরসিংদী রায়পুরাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আব্দুলাহ (৭০) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে দিগুলিয়াকান্দি এলাকায় নতুন বাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি উপজেলার দিগুলিয়াকান্দি এলাকার মৃত আব্দুল সালামের ছেলে। নিহতের স্বজনরা জানান, বাঁশগাড়ী ইউনিয়নের ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মৃত পল্লী চিকিৎসকের ছেলে শরীফের সঙ্গে ২নং ওয়ার্ডের এরশাদ মেম্বারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এরশাদ মেম্বারসহ তার লোকজন দুপুরে বাঁশগাড়ী নতুন বাজারে সামনে শরীফকে মারধর করে। শরীফের বাবা পল্লী চিকিৎসক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে আহত অবস্থায় পল্লী চিকিৎসক আব্দুলাহকে (৭০) নরসিংদী সদর হাসপাতাল প্রেরণ করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালে আরএমও মাহমুদুল কবির বাসার বলেন, ‘পল্লী চিকিৎসককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।’ রায়পুরা থানার ওসি মুহাম্মদ আব্দুল জব্বার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ‘এসএই সায়েদুর রহমান বিষয়টি তদন্ত করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পায়নি। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে মরদেহ প্রেরণ করা হয়। এ ব্যাপারে নিহতের কেউ এখনও মামলা দায়ের করতে আসেননি।’ আরটিভি/এমকে
অন্তর্বর্তী সরকার শহীদদের খুনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী
মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
সড়ক পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত
রেললাইনে ছিন্নভিন্ন ৫ মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য
অবশেষে মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী
‘বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছি, সব থেমে যাবে’ এমন মন্তব্য করেছেন বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ ত্যাগ করার আগে তিনি এ মন্তব্য করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তবে খবরটি মিথ্যা বলে দাবি করেছেন লাকী​​​। এ ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদের নিজ কক্ষে স্থানীয় কিছু সাংবাদিকদের ডেকে খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি। এ সময় তার দেওয়া বক্তব্যের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে লাকীর সমর্থিত কিছু নেতাকর্মীও উপস্থিত ছিলেন। লায়লা কানিজ লাকী বলেন, গত বৃহস্পতিবার (২৭ জুন) আমি অফিসে এসেছিলাম। অফিসের কাজকর্ম শেষ করে যথারীতি কারো সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে পরিষদ থেকে সোজা নিজ গাড়িতে অফিস ত্যাগ করি। কিন্তু সেদিন কে বা কারা সাংবাদিক ভাইদের একটা ভুল তথ্য দিয়েছেন যে, আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদেরকে ম্যানেজ করেই এখানে এসেছি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এ রকম কথা আমি বলিনি। লায়লা কানিজ লাকী আরও বলেন, যারা মিডিয়াকর্মী ও সাংবাদিকদেরকে এ রকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন। আপনারা সমাজের দর্পণ। আমি আশা করব আপনারা সত্যটা প্রকাশ করবেন। আমি সবাইকে আবার বলছি আমি এ কথাটা বলি নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। প্রসঙ্গত, বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী ছাগলকাণ্ডের ঘটনার দুই সপ্তাহ পর উপজেলা পরিষদে এসেছিলেন। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের কার্যালয়ে দুটি সভায় অংশ নেন তিনি। সভা শেষে তিনি ওই দিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই চলে যান। সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকী। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে। লায়লা কানিজের বাবা কফিল উদ্দিন আহম্মদ ছিলেন একজন খাদ্য কর্মকর্তা
ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যা, নির্বাচন স্থগিত
নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া (৪২) নিহত হওয়ায় আগামী ২৯ মে অনুষ্ঠেয় রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষণায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটগ্রহণের পূর্বে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় এ উপজেলায় সব পদের নির্বাচন স্থগিত করা হলো। জানা যায়, গতকাল বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মামদিরকান্দি এলাকায় গণসংযোগে যান চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া। দুপুর দেড়টার দিকে মামদিরকান্দি এলাকায় দুজনের সমর্থক মুখোমুখি হয়। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সুমন মিয়ার প্রচারণার গাড়ি থেকে আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের ওপর গুলি ছোড়া হয়। এ সময় রুবেলের সমর্থকরা সুমন ও তার সমর্থকদের ঘেরাও করে ফেলে। সুমন দৌঁড়ে পালিয়ে পাশের মীরেরকান্দি এলাকায় যাওয়ার চেষ্টা করেন। রুবেল সমর্থকরা পিছু নিয়ে সুমনকে আটকে মারধর করে। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, শুনেছি নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের বাদ আছর সেরাজ নগর স্কুল মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব চরসুবুদ্ধি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত
নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে (৪২) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত মো. সুমন মিয়া (৪২) নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে। তিনি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নিহত সুমন মিয়ার সমর্থকরা জানান, বুধবার দুপুরে রায়পুরা উপজেলার পাড়াতলীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করতে যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দী পৌঁছলে তার প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় রুবেলের সমর্থকরা সুমন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, ঘটনা শুনে পাড়াতলী ইউনিয়নে অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়। তবে ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
নরসিংদীতে সহিংসতায় আহত ১০
নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন৷  মঙ্গলবার (১৪ মে) ভোরে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে৷ এই ঘটনায় ১০ জন আহতের মধ্যে ২ জন টেটাবিদ্ধ। তারা হলেন, বাহার উদ্দিন (৫৫) ও তার ছেলে কাজিম উদ্দিন (৩৫)। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, গত ৯ মার্চ অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে জয়লাভ করে মাসুদা জামান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হয় সজিব সরকার৷ সবশেষ, সোমবার এক বিয়ের অনুষ্ঠানে একই সময় দুজন বিয়ের বাড়িতে হাজির হন। নির্বাচনে পরাজিত হওয়ায় সজিব ও তার সমর্থকরা নবনির্বাচিত চেয়ারম্যানের স্বামীকে (সাবেক চেয়ারম্যান) মারধর করতে যান।  এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির সময় আহত হন বর্তমান চেয়ারম্যান মাসুদা। এরই জেরে মঙ্গলবার ভোরে সজিব সরকারের সমর্থকরা দলবল নিয়ে মাসুদা জামানের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এ ছাড়াও অগ্নিসংযোগ ও বসতঘরের মালামাল লুট করার অভিযোগও উঠেছে সজিব সরকারের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুজন ট্টেটাবিদ্ধসহ আহত হয় অন্তত ১০ জন। তাদেরকে নরসিংদীর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রায়পুরার থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে।’
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের আহত হয়েছেন আরও ৫ জন।  বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া (২৫) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং সেই আনোয়ার গ্রুপের লোক। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানাব কারণে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিবসহ তার গ্রুপ। বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামললা চালায় রাজিব গ্রুপ। এ সময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হন। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় সাগর মিয়া (২৫) নামে একজনের। পুলিশি গ্রেপ্তারসহ আইনি জটিলতা এড়াতে আহতদেরকে বি-বাড়িয়ার নবীনগরসহ আশপাশের জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছেন স্বজনরা। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালু ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। তার নাম ফাহিম খা (১৭)।   মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফাহিম আমিরগঞ্জের খা বাড়ির আওলাদ খার ছেলে। তিনি এসএসসি পাস করে বাবার সঙ্গে মিষ্টির দোকানের ব্যবসা দেখাশোনা করতেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ইফতার করার জন্য মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন ফাহিম। এক পথচারী রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝামাঝি চলে এলে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক করায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফাহিম ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহমান। তিনি বলেন, এ ঘটনার পর স্থানীয়রা ফাহিমের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাদের সঙ্গে কথা বলেছি তারা কোনো অভিযোগ করবে না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।