নরসিংদীর বেলাবো উপজেলায় ছেলের দায়ের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত সাফিয়া বেগম উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন বাদী হয়ে তার ভাই তোফাজ্জল হোসেন সুজন, ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামি করে বেলাবো থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুফিয়া খাতুন বাড়ির আঙিনা পরিষ্কার করার সময় সুজন তার মাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তার মা সুফিয়া খাতুন প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করে। তখন ধারালো দায়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন সুফিয়া খাতুন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (বেলাবো-রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও, ওই নারী মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়। ইতিমধ্যে আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএপি-টি