• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
কেটে দেওয়া হলো কৃষকের ৫০০ কলাগাছ
দুই ভাই-বোনকে কামড়, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা
রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কাটা দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে হাজির হন তাদের স্বজনরা। রোববার (২৩ জনু) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী। রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে ওই দুই ভাই-বোন পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান। জানা যায়, রোববার রাতে রিফাত ও জান্নাতিকে তাদের বাড়ির পাশ থেকে সাপে কামড়ায়। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় তাদের দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে আনা হয়। সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না।  তারপরও রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ‘আমার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।’
পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রব, দুটি পিটিয়ে মারলেন কৃষকরা
প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে রোজিনার পরকীয়া, অতঃপর...
রাজবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪
সঞ্চয় ও গহনা বিক্রির অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন জাহানারা
বাজি ধরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম মো. সৌরভ শেখ (১৬)। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।  মো. সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যানচালক মো. আবজাল শেখের ছেলে। তিনি পাংশা জর্জ পাইলট সরকারি হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।  এ বিষয়ে সৌরভের সহপাঠী মো. আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুর পাড়ে আসলে সৌরভ সাঁতরে পুকুর পার হওয়ার জন্য আমাদের সঙ্গে বাজি ধরে। ও সাঁতার কাটতে পারে না এটাই আমরা জানতাম। তাই তাকে সাঁতরে পুকুর পার হতে আমরা নিষেধ করি। এরপরও সৌরভ আমাদের সঙ্গে সাঁতরে পুকুর পার হওয়ার জন্য ১ হাজার টাকা বাজি ধরে। এরপর সাঁতরে পুকুরের মাঝামাঝি গিয়ে হাঁপিয়ে যায় আর কিছু বুঝে উঠার আগেই ডুবে যায়। তখন আমরা তাকে বাঁচাতে দৌড়ে পুকুরে নামি। আমরা সৌরভকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেই। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মুহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখকে উদ্ধারে কাজ শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় দেড়ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে দাবি করেছে তার সহপাঠীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীতে অস্ত্র-গুলি ও ককটেলসহ গ্রেপ্তার ২
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দুইটি ওয়ান শুটারগান, চারটি কর্তুজ এবং ছয়টি অবিস্ফোরিত ককটেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।    সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। গ্রেপ্তারকৃতরা হলেন-পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ২৩ ফেব্রুয়ারি পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলায় শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য  মতে ও পুলিশের তদন্তে বেরিয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছে। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি গ্রুপ হত‍্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশের তদন্তের যাদের নাম উঠে এসেছে তাদের অনুসরণ করে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব‍্যহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অনান‍্য কর্মকর্তারা।
বৃদ্ধাকে কুপিয়ে মরদেহ বারান্দায় ফেলে গেল দুর্বৃত্তরা
রাজবাড়ীর পাংশায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ঘরের বারন্দায় ফেলে গেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহত বৃদ্ধার নাম আশালতা দাস (৭৫)। তিনি একই গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী।  এ বিষয়ে প্রতিবেশী স্কুলশিক্ষক দিপক দাস জানান, আশালতা দাসের দুই মেয়ে রয়েছে। তাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। মেয়ে-জামাই, নাতি-নাতনি সবাই পাংশা শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে আশালতা দাস একাই বসবাস করতেন। পুরাতন বাড়িতে পুকুর, মাঠের জমি ছাড়াও বাগান রয়েছে তার। আশালতা দাসের দান করা জমির ওপর এলাকায় বিদ্যালয়, হাটবাজার হয়েছে। এসব দেখাশোনা করার জন্যও লোক রাখা ছিল। তিনি আরও জানান, সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এলাকার মধ্যে এটি ঠাকরুন বাড়ি হিসেবে পরিচিত। সেই বাড়ির মালিককে যেভাবে হত্যা করা হয়েছে খুব মর্মান্তিক।  প্রশাসনের কাছে জরিতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই নারী বাড়িতে একা বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য চোরেরা তার বাড়িতে যান। চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
পাংশায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গৃহবধূর বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাংশা থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাট্টা গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ এসে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর দীপঙ্কর জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বাকি কার্যক্রম চলমান রয়েছে।
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রী লিপি খাতুনকে (৩২) হত্যার দায়ে স্বামী রুবেল সরদারকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।  রুবেল সরদার পাংশা উপজেলার উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। সোমবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, রুবেল মাছের ব্যবসা করতেন। এক পর্যায়ে বেকার হয়ে পড়ে নেশা শুরু করেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি উপজেলার সাজুরিয়া চলে যান। ঘটনার তিন দিন আগে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন রুবেল। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে দুজনের আবার ঝগড়া হলে স্ত্রী লিপি খাতুনকে কুপিয়ে হত্যা করেন রুবেল। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রুবেল সরদারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়রা জানান, রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির পিতা এলেম আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পাংশা থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ রুবেলকে আদালতে সোপর্দ করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।  রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ সবাই সন্তুষ্ট। এ রকম রায়ে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।
শ্যালকের হাতে দুলাভাই খুন, গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শ্যালকের হাতে আজগর আলী বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের হলে মিন্টু হুসাইন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের দেলোয়ার বিশ্বাসের ছেলে। আজগর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমষপুর ইউনিয়নের চক হরিপুর গ্রামের রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন তিনি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। নিহত আজগর আলী বিশ্বাসের স্ত্রী মোছা. রাশিদা খাতুন জানান, তার ভাইদের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৪ জানুয়ারি তার চাচাতো ভাই-ভাবীর সঙ্গে দিনভর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে চাচাতো ভাই মো. হামিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, সোহাগ শেখ, মোছা. রোজিনা খাতুন ও মিন্টু হুসাইন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। একপর্যায়ে তার স্বামীর মাথার আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরও জানান, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তার স্বামীকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে একদিন থাকার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে গত ৭ জানুয়ারি সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ মামলায় মিন্টু শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।