• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
পুলিশকে গুলি করে পালাল আসামি
কেটে দেওয়া হলো কৃষকের ৫০০ কলাগাছ
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে রাতের আঁধারে মিতিন বিশ্বাস নামে এক কৃষকের ৫০ শতক জমির ৪০০ থেকে ৫০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ নভেম্বর) সকালে বিষয়টি কৃষকের নজরে আসে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে ,বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক মিতিন বিশ্বাস বলেন, প্রায় ২০ বছর ধরে চরের ১ একর জমিতে কলাগাছ রোপণ করে আসছি। শুক্রবার আমি চরে গিয়ে দেখি সব কলাগাছ মাটিতে পড়ে আছে। কে বা কারা এটা করেছে আমি জানি না। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ/এসএ
দুই ভাই-বোনকে কামড়, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা
পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রব, দুটি পিটিয়ে মারলেন কৃষকরা
প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে রোজিনার পরকীয়া, অতঃপর...
রাজবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪
সঞ্চয় ও গহনা বিক্রির অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন জাহানারা
নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ জমিয়ে এবং নিজের শখের প্রায় ৭০ ভরি স্বর্ণের গহনা বিক্রির প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর জন্য মসজিদ ও মাদরাসা নির্মাণ করে নিজের স্বপ্ন পূরণ করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের দর্শনদিয়া গ্রামের মহীয়সী নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন। শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের আগে মহরম আব্দুল জলিল বায়তুল নূর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। সাদা ধবধবে সুন্দর কারু শৈলীর মসজিদটি দেখার ও প্রথমদিন নামাজ পড়ার জন্য বিপুল সংখ্যক নামাজী উপস্থিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে জাহানারা খাতুন বলেন, যখন থেকে আমি ব্যবসা শুরু করি তখন থেকে আমি নিয়ত করি একটি মসজিদ নির্মাণ করব। তখন থেকে তিল তিল করে সঞ্চয় করতে থাকি। আর আমার শখের জন্য প্রায় ৭০ ভরি স্বর্ণের গয়না জমিয়ে ছিলাম। সেই স্বর্ণগুলো বিক্রি করে ও আমার দুটি বাড়ি আছে সেখান থেকেও কিছু ভাড়া আসে, সেই বাড়ি দুটির দেড় বছরের ভাড়া দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছি। এছাড়াও আমার পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, এই মসজিদ ও মাদরাসা পরিচালনার জন্য এলাকাবাসী উপযুক্ত কমিটি করে নেবে। আর আমি সাধ্যমতো সহযোগিতা করে যাব। আজকের জুমায় আগত মুসল্লিরা ওই নারীর জন্য দোয়া করেন।
বাজি ধরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম মো. সৌরভ শেখ (১৬)। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।  মো. সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যানচালক মো. আবজাল শেখের ছেলে। তিনি পাংশা জর্জ পাইলট সরকারি হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।  এ বিষয়ে সৌরভের সহপাঠী মো. আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুর পাড়ে আসলে সৌরভ সাঁতরে পুকুর পার হওয়ার জন্য আমাদের সঙ্গে বাজি ধরে। ও সাঁতার কাটতে পারে না এটাই আমরা জানতাম। তাই তাকে সাঁতরে পুকুর পার হতে আমরা নিষেধ করি। এরপরও সৌরভ আমাদের সঙ্গে সাঁতরে পুকুর পার হওয়ার জন্য ১ হাজার টাকা বাজি ধরে। এরপর সাঁতরে পুকুরের মাঝামাঝি গিয়ে হাঁপিয়ে যায় আর কিছু বুঝে উঠার আগেই ডুবে যায়। তখন আমরা তাকে বাঁচাতে দৌড়ে পুকুরে নামি। আমরা সৌরভকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেই। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মুহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখকে উদ্ধারে কাজ শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় দেড়ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে দাবি করেছে তার সহপাঠীরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীতে অস্ত্র-গুলি ও ককটেলসহ গ্রেপ্তার ২
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দুইটি ওয়ান শুটারগান, চারটি কর্তুজ এবং ছয়টি অবিস্ফোরিত ককটেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।    সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। গ্রেপ্তারকৃতরা হলেন-পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ২৩ ফেব্রুয়ারি পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলায় শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য  মতে ও পুলিশের তদন্তে বেরিয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছে। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি গ্রুপ হত‍্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশের তদন্তের যাদের নাম উঠে এসেছে তাদের অনুসরণ করে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব‍্যহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অনান‍্য কর্মকর্তারা।
বৃদ্ধাকে কুপিয়ে মরদেহ বারান্দায় ফেলে গেল দুর্বৃত্তরা
রাজবাড়ীর পাংশায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ঘরের বারন্দায় ফেলে গেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহত বৃদ্ধার নাম আশালতা দাস (৭৫)। তিনি একই গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী।  এ বিষয়ে প্রতিবেশী স্কুলশিক্ষক দিপক দাস জানান, আশালতা দাসের দুই মেয়ে রয়েছে। তাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। মেয়ে-জামাই, নাতি-নাতনি সবাই পাংশা শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে আশালতা দাস একাই বসবাস করতেন। পুরাতন বাড়িতে পুকুর, মাঠের জমি ছাড়াও বাগান রয়েছে তার। আশালতা দাসের দান করা জমির ওপর এলাকায় বিদ্যালয়, হাটবাজার হয়েছে। এসব দেখাশোনা করার জন্যও লোক রাখা ছিল। তিনি আরও জানান, সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এলাকার মধ্যে এটি ঠাকরুন বাড়ি হিসেবে পরিচিত। সেই বাড়ির মালিককে যেভাবে হত্যা করা হয়েছে খুব মর্মান্তিক।  প্রশাসনের কাছে জরিতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই নারী বাড়িতে একা বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য চোরেরা তার বাড়িতে যান। চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
পাংশায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গৃহবধূর বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাংশা থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাট্টা গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ এসে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর দীপঙ্কর জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার বাকি কার্যক্রম চলমান রয়েছে।
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রী লিপি খাতুনকে (৩২) হত্যার দায়ে স্বামী রুবেল সরদারকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।  রুবেল সরদার পাংশা উপজেলার উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। সোমবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, রুবেল মাছের ব্যবসা করতেন। এক পর্যায়ে বেকার হয়ে পড়ে নেশা শুরু করেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি উপজেলার সাজুরিয়া চলে যান। ঘটনার তিন দিন আগে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন রুবেল। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে দুজনের আবার ঝগড়া হলে স্ত্রী লিপি খাতুনকে কুপিয়ে হত্যা করেন রুবেল। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রুবেল সরদারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়রা জানান, রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির পিতা এলেম আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পাংশা থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ রুবেলকে আদালতে সোপর্দ করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।  রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ সবাই সন্তুষ্ট। এ রকম রায়ে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।