• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তানভীর শেখ (২১) হত্যা মামলায় জাহিদুল ইসলাম জিসান (২২) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘তানভীর হত্যা মামলায় পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে যদি তার সম্পৃক্ততা থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ গ্রেপ্তার জিসান সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরুর ছেলে। তিনি রাজবাড়ী পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তানভীর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। নিহত তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।  তিনি পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেল ও ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ছিলেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, গত বুধবার (১৩ নভেম্বর) সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে সবুজকে ১ নম্বর আসামি ও জিসানকে ২ নম্বর আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান পুলিশকে জানান, তিনি তানভীর শেখের হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন। পরে তার দেখানো পথ অনুযায়ী সোমবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাট-সংলগ্ন কবরস্থানের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তানভীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব আরও বলেন, এর আগে ১৩ নভেম্বর তানভীর হত্যা মামলার ৪ নম্বর আসামি কাজলকে ও ৮ নম্বর আসামি রহিমকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি সবুজসহ বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে বাড়ির পাশে মুন্নুর দোকানে ডিম আনতে যান তানভীর। সেখানে কিছুক্ষণ দেরি করে পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বিনোদপুর সার্বজনীন দুর্গামন্দির-সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় সবুজ ও জিসানসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।
সংবাদ প্রকাশের জেরে হামলা, ৬ বছরেও সুস্থ হতে পারেননি সাংবাদিক আজাদ
শিক্ষার্থীদের ওপর হামলা, রাজবাড়ীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার 
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রাণিসম্পদ অফিসে ঢুকে কর্মকর্তাকে হত্যার হুমকি দিলেন খামারি
নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের মহোৎসব, পদ্মাপাড়ে ফেরি করে বিক্রি
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকলেও রাজবাড়ীতে দিনে-দুপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার।  সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা ও গোদার বাজার ঘাট এলাকায় গিয়ে ইলিশ ধরার এ চিত্র দেখা যায়। এ দিকে মা ইলিশ রক্ষায় ২২দিনে নদীতে ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকলেও রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। পদ্মা নদীতে দিনে অভিযান চললেও রাতের অধিকাংশ সময় নদী অরক্ষিত থাকে। তখন শত শত জেলে নদীতে ইলিশ মাছ শিকারে নেমে পড়ে। এ ছাড়া খুব ভোরে ও সকালেও নদীতে জেলেরা ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় জাল ফেলে পাবনা জেলার চরে গিয়ে জাল তুলে মাছ সংগ্রহ করছেন। যদিও স্থানীয়রা জানান, এ বছর রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ চলছে ঢিলেঢালাভাবে। বিগত বছরগুলোতে লাগাতার অভিযান পরিচালিত হলেও এবার চলছে কচ্ছপ গতিতে। নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে নদী থেকে দিনে ও রাতে অবাধে ইলিশ শিকার করছেন জেলেরা। নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসনের টহল না থাকায় জেলেরা এখন বেপরোয়া। নদী এলাকায় চলছে এসব চোরাই ইলিশের বেচাকেনা। বিশেষ ক্ষেত্রে শহরে এনে চোরাই ইলিশ হোম ডেলিভারিও দিচ্ছেন অসাধু জেলে ও তাদের লোকজন।   সরেজমিনে গিয়ে দেখা যায়, হাবাসপুর পদ্মা নদীতে জেলেরা নৌকা নিয়ে মাছ শিকার করছেন। সেই সঙ্গে নদী পাড়ে যেন ইলিশের হাট বসেছে।  একই চিত্র দুপুরের দিকে উপজেলার দেবগ্রাম হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর বাজার এলাকাতেও গিয়ে দেখা যায়। দেখা যায়, অবৈধভাবে জেলেরা নদী থেকে ইলিশ মাছ শিকার করে নদীর তীরে এনে বিক্রি করছেন। ১ কেজির ওপরে বড় ইলিশ মাছগুলো ১ হাজার থেকে ১৩শ’ টাকা ও ছোট ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন জেলেরা।  তবে এ সময় নদীতে মৎস্য বিভাগের কোন অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।  এ দিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও প্রকাশ্যে ইলিশ বিক্রি করতে দেখা গেছে জেলার বিভিন্ন স্থানে। জানা গেছে, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে নদী থেকে দিনে ও রাতে অবৈধভাবে ধরা ১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকা কেজিতে। আর ২৫০ গ্রাম বা তার চেয়ে কম-বেশি ওজনের সাইজের ইলিশ ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এসব মাছ শহরে জেলে ও তাদের লোকজন বিভিন্ন বাসাবাড়িতে হোম ডেলিভারি দিচ্ছেন। রাজবাড়ী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ৭ দিনে জেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে মোবাইল কোর্টে ৪ জন জেলেকে কারাদণ্ড, ২৬ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়াও এই ৭ দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১ দশমিক ৬২৫ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ৩১০ কেজি ইলিশ মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।  তবে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করে যেসব জেলেরা মাছ ধরছেন তাদের ভিজিএফসহ অন্যান্য সুবিধা বাতিল করা হচ্ছে। এ ছাড়াও মোবাইল কোর্টে তাদের জেল, জরিমানা করা হচ্ছে ও জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে। আরটিভি/এমকে
ইউপি সদস্য নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার
রাজবাড়ীতে দুজন ইউপি সদস্যকে বেঁধে নির্যাতনের ঘটনায় যুবদল নেতা রায়হান খানসহ ৫ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় রায়হানকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা যুবদল। রাজবাড়ী সদর উপজেলা যুবদলের প্যাডে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট ও সদস্য সচিব মামুনুল ইসলাম রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে রায়হান খানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। এ সময় বিজ্ঞপ্তিতে বসন্তপুর ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়।  শনিবার (১২ অক্টোবর) রাতে রাজবাড়ী সদর থানায় নির্যাতনের শিকার এক নারী ইউপি সদস্য মামলাটি দায়ের করলে যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পরকীয়ার অভিযোগে দুজন ইউপি সদস্যকে দড়ি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বসন্তপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহপরিকল্পনা বিষয়ক সম্পাদক রায়হান খানসহ আরও কয়েকজন বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জল সরকার ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হেলেনা বেগমকে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট ও শারীরিক নির্যাতন করছেন। এ ঘটনায় ইউপি সদস্য হেলেনা বেগম বাদি হয়ে শনিবার রাজবাড়ী সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় বসন্তপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান খানকে দলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। আরটিভি/এমকে
রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৬ থেকে ৭টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে ডাকাত দল কয়েকজনকে আহত করেছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে পুলিশের দাবি, ডাকাতির চেষ্টা করা হয়েছে কোনো যাত্রীর কাছ থেকে কিছু খোয়া যায়নি। রোববার (৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকশা থানার টহল দল ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। শনিবার গভীর রাতে পাংশা উপজেলার পাছপাড়া গোপালপুর শিহর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, শনিবার রাত আড়াইটার দিকে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। খবর পেয়ে পাংশা থানা ও খোকশা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে সব গাছ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এর এক সপ্তাহ আগেও রাত ২টার দিকে পাংশার গান্ধিমারা হাইওয়ে থানার কাছাকাছি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতির কবলে পড়া দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ তায়ালা সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের ৫ থেকে ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও দামি মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা-পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার আবু জাফরসহ স্থানীয় কয়েকজন জানান, পাংশার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর শিহর আমতলা কবরস্থানের সামনে ডাকাতি হয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এখন ডাকাতের অভয়রণ্য। প্রায় প্রতিরাতেই হচ্ছে ডাকাতি, আজ আমিও এর শিকার। যা প্রকাশ করার ভাষা নেই।’ আরটিভি/এমকে/এএইচ
রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে
রাজবাড়ীতে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  বুধবার (২ অক্টোবর) বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল ইসলাম বাচ্চু বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি ও মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমনকি উপজেলার সোনাপুর বাজারে একাধিক সরকারি খাস জমি বাচ্চু ৫ আগস্টের পর নিজের দখলে নিয়েছেন। সম্প্রতি নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাস ও তার হাতে লাঞ্ছনার শিকার হন। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ আরও তিনটি মামলা দায়ের করা রয়েছে। আরটিভি/এমকে-টি
‘উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ। তারা বাংলাদেশ দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল দমন করা আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী সদর ও পৌর শাখা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিল, ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহ’র বিরুদ্ধে কোনো আইন তারা করবে না। কিন্তু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সাড়ে ৩ বছরে দেশে সকল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছে। ইসলাম ছাড়া কোনো জাতি প্রকৃত শান্তি পেতে পারে না এবং পায় না। শেখ হাসিনা তার পিতার পথেই হেঁটেছে। যার ফলে শেখ হাসিনাও জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে এবং সবশেষ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে। কিন্তু তাতেও তার শেষ রক্ষা হয়নি। সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকেও কর্মীদের কাছে না বলে পালিয়ে যেতে হয়েছে তাকে। তিনি বলেন, ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছে, তার পরে দেশ চালাবে কে? তিনি শুধু নিজেকেই যোগ্য মনে করতেন। আর কেউ যোগ্য নয়, কারও কোনো যোগ্যতা নাই বলে তিনি নিয়মিত উপহাস করতেন। কিন্তু ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনার সেই দাম্ভিকতার জবাব বাংলাদেশের মানুষ ৫ আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে দিয়ে দিয়েছে।  এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আওয়ামী লীগ কখনও জনস্বার্থে রাজনীতি করেনি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসাই ছিল তাদের রাজনৈতিক অপকৌশল। ২০০৮ সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা গণভবন দখল করে রাখার জন্য, প্রধানমন্ত্রীর চেয়ার ধরে রাখার জন্য ভারত যা চেয়েছে তাই দিয়েছে। শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়ে বলেছে, তিনি ভারতকে যা দিয়েছেন ভারত তা কখনও ভুলতে পারবে না। কারণ তিনি ভারতের প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছেন। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা করা ব্যাংক, বীমা আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে। আওয়ামী লীগ আর অল্প কিছু দিন ক্ষমতায় থাকতে পারলে স্বাধীন বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করিয়ে ছাড়তো। আর এই সুযোগে ভারত বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য করতো। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সেই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। ৫ আগস্টের বিপ্লবে আমাদের  দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে প্রথম স্বাধীনতা অর্জন করি। এ স্বাধীনতা রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এএইচএম হামিদুর রহমান আজাদ আরও বলেন, আওয়ামী লীগকে তাড়িয়ে আবার নতুন চাঁদাবাজ ক্ষমতায় আসুক এটা জনগণ চায় না।  এ দেশের জনগণ চাঁদাবাজের হাত বদল হতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন এক কর্মী বাহিনী গঠন করেছে, সেই কর্মী বাহিনী জনগণের জানমালকে আমানত হিসেবে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে। জনগণ চাইলে জামায়াতে ইসলামীর সেই কর্মী বাহিনী আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। রাজবাড়ী সদর থানা আমীর  মওলানা সাঈদ আহমদের সভাপতিত্বে ও পৌর আমির ডা. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুত তওয়াব, ফরিদপুর জেলা আমির মো. বদর উদ্দিন ও রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম ও শিবিরের জেলা সেক্রেটারী রবিউল ইসলাম। আরটিভি/ এমকে
রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত ওই চরমপ‌ন্থী নেতার নাম সুশীল কুমার সরকার। ‌তিনি উপ‌জেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।  পু‌লিশ জানায়, কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ডেকে পাশে নিয়ে এলোপাতাড়ি কু‌পি‌য়ে ও গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির ছোট ভাই সুনীল সরকার বলেন, গোয়ালন্দ থেকে যাত্রী নিয়ে তিনি কাটাখালী বাজারে যাচ্ছিলেন। পথে খবর পান বড় ভাইকে সন্ত্রাসীরা গুলি করেছে। খবর পেয়ে দ্রুত যাত্রী নামিয়ে কাটাখালী বাজারে ছুটে যান। এসে দেখেন বাজারের ইমদাদুলের চায়ের দোকানের পাশে রাস্তার ঢালে রক্তাক্ত জখম অবস্থায় কাতরাচ্ছেন তিনি। বাজারের সব দোকানপাট বন্ধ। দু-চারজন থাকলেও কেউ এগিয়ে আসেননি। এক যাত্রীর সহায়তায় ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেন। তিনি বলেন, ভাই বিয়ে করেননি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির (লাল পতাকা) সঙ্গে যুক্ত ছিলেন। এখন কিছুই করতেন না। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, সুশীল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা আছে। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধে তিনি নিহত হয়েছেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং বাঁ পাঁজরের পেছনের দিকে ছিদ্র দেখা গেছে। ফরেনসিক প্রতিবেদনের পর গুলি কি না, নিশ্চিত হওয়া যাবে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। আরটিভি/এমকে