• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুললেন স্বামী
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাগর শেখ (২৫) নামে এক যুবক।  শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাচুরিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সাগর শেখ। নিজ স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন শুক্রবার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয় সাগর। একই গ্রামে তার চাচা ফজলে হকের সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের ভেতরে গিয়ে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে ফাঁসিতে ঝোলে। এদিকে এলাকার একদল শিশু ওই ঘরের বাইরে খোলা জায়গায় খেলা করছিল। তখন তারা ঘরের ভেতরে ভিকটিমকে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে ভিকটিমের পরিবারসহ স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ঝুলে থাকা সাগরকে নিচে নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর শেখকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে সাগর শেখ তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ/এস
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা
রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর
রাজবাড়ীতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এবং পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।  সোমবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন। তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে রাতে কয়েক দফায় শিয়াল কামড়ানো রোগীরা চিকিৎসা নিতে আসেন। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেই। জানা যায়, এ ঘটনায় পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এরপর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে।  আহতরা হলেন, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের খবির শেখের ছেলে হোসাইন মোল্লা (১৬), পৌরসভার ২নং ওয়ার্ডের নগর রায়ের পাড়ার শ্রীদাম রায়ের ছেলে  রতন রায় (৫০), হারুন খার স্ত্রী শারমিন বেগম (৩৫) ও নিরোদ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২২)।  এ ছাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টার পাড়ার আহতরা হলেন, শিক্ষক হিরন্ময় কবিরাজের স্ত্রী শিক্ষক নমিতা রানী (৪৫), পলাশ কবিরাজের স্ত্রী স্বাস্থ্যকর্মী চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)। আহতদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আহত রতন কুমার রায় বলেন, শিয়াল কামড়ানোর পরপর চিকিৎসার জন্য আমি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। হাসপাতালে নাকি শিয়ালে কামড়ানোর ভ্যাকসিন নেই। তাই বাহির থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হয়েছে। এ বিষয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে এ এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। সপ্তাহখানেক আগে দেওয়ান পাড়ার সাদ্দাম দেওয়ানের ৩ বছর বয়সী শিশু কন্যা নাদিয়াকে শিয়াল আক্রমণ করে মারাত্মক জখম করে। অল্পের জন্য শিশুটি প্রাণে বেঁচে যায়। এ ছাড়া ওই গ্রামের মাহিন সরদারের একটি ছাগলের ওপর হামলা করে জখমসহ ছাগলের লেজ কামড়ে ছিড়ে ফেলে। এভাবে শিয়ালের কামড়ে সাধারণ মানুষ ও গবাদি পশু জখম হচ্ছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।  আরটিভি/এমকে
দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  রোববার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর সাড়ে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা পর সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।  বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে। আরটিভি/এএএ/এআর
পদ্মায় ইলিশ সংরক্ষণ অভিযান, পিস্তলসহ গ্রেপ্তার ৪
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুটি অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবন্ত মুন্সী (২০), নাজির উদ্দিন শেখ (১৯), রশিদ সরদার (৫৫) ও খায়রুল মোল্লা (২৩) এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাজ করছিল যৌথ বাহিনী। বিকেল সাড়ে ৪টার দিকে অন্তরের মোড় থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেবগ্রামের রাখালগাছি চরে যাওয়ার পথে দৌলতদিয়া লঞ্চঘাট বরাবর পদ্মার মাঝ নদীতে ওই ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারে থাকা ৪জনকে গ্রেপ্তার করা হয়।   তিনি আরও বলেন, পরে তাদের দেখানো তথ্যে কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আরটিভি/এমকে/এআর
দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। পরে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৬টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় তিনটি ফেরি। দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশা অল্প সময় থাকাতে আমরা সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করেছি। আরটিভি/এএএ/এআর
রাজবাড়ীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীর গেটে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ছাত্রদল নেতার নাম মো. ফারুক হোসেন (২৫)।  শনিবার (১২ অক্টোবর) রাতে দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়ার গেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। নিহত ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের পল্লী চিকিৎসক মো. শহীদের ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য। স্থানীয়রা জানান, রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ফারুককে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘খবর শুনে ঘটনাস্থালে এসে পর্যবেক্ষণ করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে খুব বেশি তথ্য নেই। তবে জাহিদ এবং ফারুকের সঙ্গে অভিযুক্ত রিপনের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ছিল। বিস্তারিত পরে জানাতে পারবো।’ আরটিভি/এমকে
মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
রাজবাড়ীর গোয়ালন্দে মুরগির খামারের বিষ্ঠা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিয়ার আলী মোড় সংলগ্ন তেনাপচা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত জাকির ফকির রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওমর ফকিরের ছেলে। নিহতের প্রতিবেশী মো. হবি শেখ বলেন, জাকির ও আমি প্রতিদিন বিভিন্ন হ্যাচারি থেকে মুরগির বিষ্ঠা সংগ্রহ করে কলা বাগানে বিক্রি করি। প্রতিদিনের মতো আজও সকাল ৯টার দিকে দুজন দুটি ভ্যান নিয়ে তেনাপচা এলাকার পদ্মা হ্যাচারির মালিক শহিদুল ইসলাম ওরফে কুতাই নামে একজনের মুরগির খামারের নিচে বিষ্ঠা সংগ্রহ করছিলাম। জাকির আমার পাশের শেডে বিষ্ঠা সংগ্রহ করার সময় খামারের কাটাতারের বেড়ার সঙ্গে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি দ্রুত জাকিরকে আমার ভ্যানে তুলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিরি আরও বলেন, শিয়াল ও বনবিড়ালের আক্রমণ থেকে মুরগিকে রক্ষা করতে ওই খামারের চারপাশে কাটাতারের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়, যা সকালেও বন্ধ করা হয়নি। বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শরীফুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই লোকটি মারা যান। পরে আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক মো. শিহাব আহম্মেদ বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা তদন্তে সঠিক তথ্য পাওয়া যাবে। আরটিভি/এএএ-টি