• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. মিজান শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গোশাইপাড়া এলাকার মো. আব্দুল হাকিম শেখের ছেলে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আরকান্দি ও বহরপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী গামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. মিজান শেখ ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে বহরপুর বাজারে দোকানের জন্য পান কিনতে যাচ্ছিল। পেছন দিক থেকে আশা দ্রুত গতির ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ট্রেনটির চালক হর্ন না বাজানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে ওসি সোমনাথ বসু বলেন, ‘বহরপুর স্টেশনের অদূরে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’  আরটিভি/এমকে/এআর
মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
রাজবাড়ীতে ভোটকেন্দ্রে গুলিবর্ষণ, আহত ১ 
নিজ যোগ্যতায় চাকরি পেলেও দিতে হতো ১৪ লাখ টাকা!
ছাগলছানা খেতে এসে মারা পড়ল মেছো বিড়াল