• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় নিজ দোকান থেকে মানিক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে একই উপজেলার পৌর এলাকার ফাজিলপুরের নিজ দোকান থেকে মানিকের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। মানিক একই উপজেলার মনোহারপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে। নিহত মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দোকানের শাটার বন্ধ। দোকানের সামনে গেলে দেখি দোকানে তালা মারা নেই। তখন শাটার উঁচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির বাসার বলেন, নিহত অনিকের গলায় দাগ রয়েছে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। মানিকের কেন মৃত্যু হয়েছে তার কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আরটিভি/এমকে-টি
শৈলকুপায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ  
‘নাগরিক অধিকার ক্ষুন্ন হয় এমন কাজ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে’
ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার প্রার্থী
হোঁচট খেয়ে পড়ে গিয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় হোঁচট খেয়ে পড়ে সিয়াম হোসেন (৮) নামের এক শিশু মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের জামিরুল ইসলামের বড় ছেলে। জানা যায়, সিয়াম মঙ্গলবার সকালে বাড়ির পাশে ইদ্রিসের বাড়িতে যায় পাওনা টাকা আনার জন্য। সেখান থেকে দ্রুত যাওয়ার সময় ইদ্রিস আলীর বাড়ির উঠানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।  এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সিয়াম হোসেন নামে এক শিশু অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন।
শৈলকুপায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত
“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিফ চিলড্রেন ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে সেন্ট্রাল ফর ডিসেবলড অ্যান্ড ডেভেলপমেন্টের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের এইড ফাউন্ডেশনের স্মাইল প্রকল্প। এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যালয়েরপ্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন স্মাইল প্রকল্পের অ্যাডভোকেসি ক্যাপাসিটি বিল্ডিং ডকুমেন্টেশন অফিসার আয়াতুল্লাহ। দিনব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় সংগীত ইশারা ভাষায় ইন্টারপেট করা, ইশারা ভাষার সেশন, আলোচনা সভা, বাংলা ইশারা ভাষা দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সাক্ষরতা ক্যাম্পেইন ও হাতের ছাপ নেওয়া হয়।  অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত শ্রবণ প্রতিবন্ধী শিশু, অভিভাবক, সুশীল সমাজসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক বিপর্যয় রোধে কাজ করছে ঝিনাইদহের সামাজিক বনায়ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ এলাকার খালের পাড়ে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন বাগান। এখানে রোপণ করা হয়েছে চিকরাশি, জারুল, অর্জুন, খয়ের, সোনালু, বাবলা, শিমুল, শিশু, মেহগনি, নিম, বহেরা, হরিতকিসহ প্রায় ১৮টি বিভিন্ন প্রজাতির গাছ। সবুজায়নের ফলে প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও উন্নত হয়েছে সেই সঙ্গে অক্সিজেন সরবরাহের উৎস হিসেবে কাজ করছে এই বাগানটি। আরও পড়ুন : রাজধানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে   জানা যায়, যশোর সামাজিক বন বিভাগ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে জিকে প্রধান সেচখালের ডাউটিয়া ব্রিজ হতে লাঙ্গলবাঁধ বাজার পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১০ হাজার গাছের চারা রোপণ করেছে। গাছগুলো দেখভাল করেন ওই এলাকার ৫৭ জন উপকারভোগী। যার মধ্যে পুরুষ ৫২ জন ও মহিলা ৫ জন। সংশ্লিষ্টরা জানায়, আগামী ১০ বছর পর গাছগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থের ৫৫ শতাংশ লভ্যাংশ উপকারভোগী সদস্যের মাঝে সমভাবে প্রদান করা হবে। এ ছাড়া ভূমি মালিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদকেও সামাজিক বনায়নের নীতিমালার আলোকে লভ্যাংশ প্রদান করা হবে। উপকারভোগী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রোপিত গাছের পাহারার কাজে সহযোগিতা করছেন। স্থানীয় বাসিন্দা সুজন মিয়া বলেন, এই খাল পাড়ে আগে কোন গাছ ছিলো না। সামাজিক বন বিভাগ এখানে গাছ রোপণ করেছে। এতে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি এই এলাকার খাল পাড়ের ভূমি ধস থেকেও রক্ষা পাবে। স্থানীয় আরেক বাসিন্দা আলী হোসেন বলেন, জিকে সেচ খালের পাড়ে অন্তত ১৮ জাতের গাছ রোপণ করা হয়েছে। গাছ স্থানীয় লোকজন পরিচর্যা ও পাহারা দিচ্ছে। এভাবে যদি গাছ বাড়তে থাকে তাহলে বন বিভাগের এ ধরনের বনায়ন কর্মসূচির কারণে পতিত এ জায়গায় অচিরেই বৃক্ষ সম্পদে পরিণত হবে। আরও পড়ুন : মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত   ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, লাঙ্গলবাঁধ এলাকার খালের পাড়ে সৃজিত বাগানটি এলাকায় দৃষ্টিনন্দন অবস্থার সৃষ্টি করেছে। বিভিন্ন প্রজাতির পাখ-পাখালির কলরবে বাগানটি পরিপূর্ণ। বাগানটি ভূমিক্ষয়, বাঁধ সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয় রোধে সহায়তা করছে। স্থানীয় কৃষক ও পথিকগণ গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে থাকেন। বাগানটি আর্থ সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করছে। শৈলকুপা উপজেলায় বন বিভাগের এ ধরনের বনায়ন কর্মসূচি চলমান থাকবে।