• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
হাসিনার ষড়যন্ত্রের নীল নকশা দেশের মানুষ রুখে দিয়েছে: রাশেদ খান
আ.লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ২ মামলায় ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমি ৩ মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান।  জানা যায়, সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ারদারকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপির অফিসে হামলা অগ্নিসংযোগের অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করলে বিনাভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন। এ দিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে। এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, মেডিকেল গ্রাউন্ডে আদালত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামির আইনজীবী আদালতকে জানান। তারপরও তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন মঞ্জুর করেছেন। আরটিভি/এমকে-টি
গণঅধিকারের রাশেদকে রাজনৈতিক সহযোগিতা দিতে বিএনপির চিঠি
২ বিঘা জমির পানবরজ কেটে দিলো দুর্বৃত্তরা
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু    
সবজি বোঝাই ট্রাকে ফেনসিডিল, গ্রেপ্তার ২
এমপি আনার হত্যা: তাজ ও জামাল সম্পর্কে বেরিয়ে এলো নতুন তথ্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের রহস্যের জট একের এক উন্মোচিত হচ্ছে। এবার নতুন করে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের আরও দুই সহযোগীর নাম বেরিয়ে এসেছে। সংসদ সদস্যকে আনার হত্যায় তাদের জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের একজনের নাম তাজ মোহাম্মদ খান ওরফে হাজী ও অপরজনের নাম মো. জামাল হোসেন। মঙ্গলবার (৪ জুন) সরেজমিনে কোটচাঁদপুর এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাজ ও জামালের বিষয়ে জানা গেছে নানা তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার জানান, অভিযুক্ত তাজ মোহাম্মদ খান কোটচাঁদপুর বাজারপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে ও মো. জামাল হোসেন পোস্ট অফিসপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। তাজ মোহাম্মদ ও জামাল হোসেন দুজনেই আক্তারুজ্জামান শাহিনের ব্যবসা-বাণিজ্য দেখভাল করতেন। শাহিন দেশের বাইরে থাকলে তখন তার সবকিছু নিয়ন্ত্রণ করতেন তাজ মোহাম্মদ। এমপি আনার হত্যাকাণ্ডের সপ্তাহ দুয়েক আগে থেকেই এলাকায় তাদের দেখা যায়নি। এ বিষয়ে কথা হয় ওই এলাকার এক রড সিমেন্টের ব্যবসায়ীর সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, শাহিনের অপরাধ সাম্রাজ্যের সমস্ত কাজ করতেন তাজ হাজী। শাহিনের বড়ভাই পৌর মেয়র সেলিমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই তাজ। এ ব্যবসায়ী আরও বলেন, তাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে এসব মামলার আসামি। তাজ ও জামাল দুজনে মিলে শাহিনের বাগানবাড়িতে অধিকাংশ সময় থাকতেন। এমনকি শাহিন কোটচাঁদপুরের বাইরে থাকলে ওই বাগান বাড়িতে আগত অতিথিদের আমোদ-প্রমোদের ব্যবস্থা করে দিতেন তারা। এ প্রসঙ্গে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, তাজ হাজী শাহিনের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। শাহিনের সব লেনদেন তাজ হাজী করতেন।