• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
৩০০ বস্তা চোরাই চালসহ ট্রাকচালক ও ক্রেতা গ্রেপ্তার
ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩১ জন আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তীদেশ ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার ও সোমবার (২৮ অক্টোবর) দুদিনে ৩১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশির ভাগই নারী। এরমধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। আটকৃতরা ঢাকা, বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ নারীকে আটক হয়েছে। পরে আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ বলেন, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নারী-পুরুষসহ ৩১ জনকে আটক করা হয়েছে।   উল্লেখ্য, চলতি অক্টোবরে এ পর্যন্ত মোট ২৫৫ জনকে আটক করে বিজিবি। আরটিভি/এমকে
কারাগারে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ 
মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ ১০ জন আটক
ঝিনাইদহে চিশতিয়া তরিকার অনুসারীকে গলা কেটে হত্যা 
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।  শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর তুষার সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেড়েরপাড় গ্রামের ভ্যানচালক শাহ আলম (৪৮) ভ্যান নিয়ে খালিশপুর থেকে ফতেপুর যাচ্ছিলেন। পথে তুষার সিরামিকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তার ভাতিজা রাজু চাচা শাহ আলমের ওপর হামলা চালায়। রাজু লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  এ ঘটনার পর অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন। তিনি বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক মা।  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেশবপুর গ্রামের এ ঘটনা ঘটে।  নিহত শ্যামলী খাতুন (৪২) ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে রতন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ প্রয়োগ করতেন রতন। সর্বশেষ বুধবার দুপুরের দিকে মা শ্যামলী খাতুনের কাছে বেশ কিছু টাকা দাবি করেন ছেলে রতন। সেসময় মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রতন ক্ষুব্ধ হয়ে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে শ্যামলী খাতুন রক্তাক্ত জখম হয়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক রতন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার জব্দ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের পাঁচটি বার জব্দ করেছে বিজিবি।   শনিবার (২ মার্চ) উপজেলার মাটিলা সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাটিলা সীমান্তে অভিযান পরিচালনা করে।   এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। সে সময় প্যাকেটের ভেতর থেকে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৫ কেজি।  ৪ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা দেওয়ার হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।  শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান (২৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান। তিনি জানান, সকালে যোগিহুদা গ্রাম থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলেন। পথে সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, অপরদিকে সকাল সাড়ে ১১টায় একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাঁশবোঝায় ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহী বড়বাড়ী গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হন আলী হোসেন নামের আরেকজন। নিহতের মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।
মাদক নিয়ে দ্বন্দ্ব, গুলিতে প্রাণ গেল ২ যুবকের 
ঝিনাইদহের মহেশপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে শামীম হোসেন (৩০) ও মন্টু মিয়া (৩২) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নেপা ইউপির বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম বাগাডাঙ্গা পল্লিআইট গ্রামের সামছুল রহমানের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মণ্ডলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, কিছুদিন আগে শামীমের মাদকের চালান ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। পরে শামীমের মামলায় তরিকুলকে জেল খাটতে হয়। তিনি আরও জানান, দুই-দিন আগে তরিকুল জেল খেটে বাড়ি ফিরলেও শামীম গংদের চাপে তিনি বাড়ি থেকে বের হতে পারছিলেন না। বুধবার বিকালে শামীম তার দলবল নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালালে তরিকুলের গুলিতে শামীম ও মন্টু গুলিবিদ্ধ হয়ে মারা যান। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। আটকের চেষ্টা চলছে।  
মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার দাম ৪ কোটি টাকার বেশি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।  রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে। মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল।  এ সময় দুই চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তাদের একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি। এ সময় চোরাকারবারিদের ব্যাগে ৪০টি (ওজন- ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে রিমন হোসেনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।