• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
কৃষি জমিতে কারখানার বর্জ্য, বিপাকে কৃষক
বিএনপির দুই সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কোলা বাজারে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপের দুই সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খালকোলা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে শুকুর আলী (৬০), খালকুলা গ্রামের নওয়াব আলীর ছেলে সিদ্দিক (৪০), কোলা গ্রামের আমজাদ মন্ডলের ছেলে যুবদল নেতা জলিল রানা (৪৫), একই গ্রামের রুকমান খার ছেলে নজরুল (৫০), জামাল ইউনিয়নের নুর আলী মন্ডলের ছেলে সাজ্জাদুর রহমান (৩৫)। আহতদের মধ্যে সিদ্দিককে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় কোলা বাজারে উভয় গ্রুপ মুখোমুখি হয়। এ সময় বিকট আওয়াজ শোনা যায়। কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী ও যুবদল নেতা জলিল রানার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তারা দুজনেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক।  আহত কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী জানান, লোকজন জড়ো হওয়া দেখে আমি সেখানে যাই। পথেই বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। আত্মরক্ষার্থে সেখান থেকে ফিরে আসার পথে আমার ওপর হামলা করা হয়।  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মানিক কুমার জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা বিস্ফোরণের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আরটিভি/এফআই/এসএ
কালীগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ঝিনাইদহে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর জন্য দোয়া ও আলোচনা সভা
টিকা নেওয়ার সময় অসুস্থ ৪০ মাদরাসা ছাত্রী
একদিনেই ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন প্রভাষক!
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (৬ অক্টোবর) শহরের কোটচাঁদপুর সড়কের বিহারী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, রোববার সকালে সুমনকে আদালতে হস্তান্তর করা হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরটিভি/এমকে/ এএইচ
ঝিনাইদহে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে সন্ধান পাওয়া যায়নি।  সোমবার সকালে পুকুরের তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সঙ্গে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেলের কোন একসময় তিনি পুকুর পাড়ে ঘাস কাটতে যান। সেখানে হয়তো পানিতে পড়ে যান এবং মৃগী রোগী হওয়ায় আর উঠতে পারেননি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, পুকুর থেকে চিনি কলের অবসরপ্রাপ্ত এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আরটিভি/এমএ/এসএ
কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবুবক্কারের ছেলে। তিনি এসএস অফিস নামের একটি এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে রুহুল আমিন কালীগঞ্জ শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক বলেন, হাসপাতালে আনার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।  কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।    আরটিভি/আইএম-টি
দীর্ঘদিনেও দখলমুক্ত হয়নি কালীগঞ্জ শহরের ফুটপাত, জনদুর্ভোগ চরমে 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরের কালিবাড়ি মোড়, থানা রোড, নলডাঙ্গারোড ও হাসপাতাল রোডের দুপাশ দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার ওপরে তিন স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন হকাররা। এতে সাধারণ মানুষের চলাচল ও যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।  বিভিন্ন সময়ে অবৈধভাবে ফুটপাত দখল ও রাস্তার ওপর দোকান বসানোর নেপথ্যের কারিগর ছিলেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমন অভিযোগ করেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।  তারা জানান, কালীগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতি, সাধারণ জনগণ, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের পেছনে বারবার ধরনা দিয়েও ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে পারেননি তারা। সর্বশেষ গত ২৮ আগস্ট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন ঘটেনি। পূর্বে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে না পারার পেছনে উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ বরাবরই রাজনৈতিক নেতাদের দায়ী করছেন। ১৪ আগস্ট হঠাৎ করে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর একটি দল ফুটপাত দখল করা ব্যবসায়ীদের ফুটপাত এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার মৌখিক নোটিশ দিতে দেখা যায়। এরপর শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেন।  পরে ফুটপাত ও রাস্তা দখল করা ব্যবসায়ীদের আগামী ১৫ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে স্থানান্তরিত করলে তারা রাস্তা এবং ফুটপাত ছেড়ে দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। সে ঘটনার পর ২৫ দিন পার হলেও পৌর কর্তৃপক্ষকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।  এ বিষয়ে রাস্তার ওপর ডাব বিক্রেতা মোক্তার হোসেন বলেন, আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। স্যার পৌর কর্তৃপক্ষকে একটা নির্ধারিত স্থানে আমাদের জায়গা দেওয়ার কথা বলেছিলেন। এরপর পৌরসভা থেকে আর আমাদেরকে কিছু জানায়নি। আমরা গরিব মানুষ, আমাদের একটা স্থান না দিলে আমরা না খেয়ে মরবো। কালীগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রি‌ছিলের মুঠোফোনে বাজারের বিভিন্ন সড়কে ফুটপাত এবং রাস্থা দখলমুক্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পূর্বে কি ঘটেছে আমি তা জানি না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলব। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।
কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় 
ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।  শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় দলটির ফয়লা রোডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।  মতবিনিময়কালে বিএনপি নেতা হামিদ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতায় জড়িত হলে ছাড় দেওয়া হবে না। আপনারা ভীতিহীন ভাবে সঠিক সংবাদ পরিবেশন করবেন। যেকোন সমস্যায় আপনাদের পাশে আমি দাঁড়াবো। এ সময় উপস্থিত সংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজাদ রহমান, দৈনিক সমকাল পত্রিকার জামির হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গোলাম রসুল, কালের কণ্ঠ পত্রিকার নয়ন খন্দকার, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, মোহনা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনধি সোহেল আহম্মেদ, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টুসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে মিলিত হয়। বর্ণাঢ্য এ র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক সাহেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, মাসুম পারভেজ, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, এরশাদ হোসেন সোনা, সাজেদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, বুলবুল আহমেদ, সাহেব আলী, হাসানুজ্জামান লিসান, টোকন মল্লিক প্রমুখ।