ঢাকাFriday, 04 April 2025, 21 Choitro 1431

​ধর্ষণের হুমকিকে ভয় পান না নুসরাত

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ , ১১:৫৬ এএম


loading/img
নুসরাত জাহান।

যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না। ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনও মহিলা এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে। বলছিলেন বসিরহাটের এমপি ও নায়িকা নুসরাত জাহান।  

বিজ্ঞাপন

গতকাল সোমবার মেট্রো চ্যানেলে প্রতিবাদে সরব হয় টালিপাড়া। 'এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার'। এমনই একটি ব্যানারের নীচে জড়ো হন টালিউডের একাধিক শিল্পী। সেখানেই নিজের বক্তব্যে এসব কথা বলেন নুসরাত জাহান।

রাজ চক্রবর্তী থেকে সায়নী ঘোষ, দেবলীনা দত্ত, প্রত্যেকে হাজির হন মেট্রো চ্যানেলের অরাজনৈতিক প্রতিবাদ সভায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গেলে “জয় শ্রীরাম” স্লোগান ওঠে। অপমানিত মুখ্যমন্ত্রী কিছু না বলেই নেমে যান। অন্যদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য সোশ্যাল সাইটে অভিনেত্রী সায়নী ঘোষ ও দেবলীনা দত্তকে নিশানা করে একদল দুষ্কৃতী। অনলাইনে গণধর্ষণের, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

আরও পড়ুন...
ভারতে যৌন নির্যাতন সংক্রান্ত আদালতের মন্তব্যে তাপসীর ক্ষোভ

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |