ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

খেলায় ফিরলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৪ মে ২০১৭ , ০৬:৫৯ পিএম


loading/img

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে কিছুক্ষণ আগে সাজঘরে ফিরলেন কিউই লোয়ারঅর্ডার ব্যাটসম্যান ম্যাট হেনরি (৫)। দলীয় ২৫৮ রানে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। 

বিজ্ঞাপন

শেষ খবর পর্যন্ত ৪৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান করেছে নিউজিল্যান্ড। ৫৫ রানে রস টেইলর ও ১ রানে জিতান প্যাটেল ব্যাট করছেন।

এর আগে দলীয় ২২৬ রানে মাশরাফি বিন মর্তুজার বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন  কিউই মিডলঅর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো (১)। 

বিজ্ঞাপন

বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ফিল্ডিং নেয়ার যৌক্তিকতাও দেখান তিনি। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার টম লাথামকে ক্যাচ তুলতে বাধ্য করেন ম্যাশ। তবে তা তালুবন্দি করতে পারেননি দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা দেশসেরা ফিল্ডার নাসির হোসেন। তবে প্রথম উইকেটের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দলীয় ২৩ রানে টাইগার বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন কিউই ওপেনার লুক রঞ্চি (২)।

এরপর নিল ব্রুমকে নিয়ে শুরুর ধাক্কা সামলে এগিয়ে যান লাথাম। এতে কিউই ওপেনারকে যোগ্য সঙ্গ দেন মারকুটে ব্যাটসম্যান ব্রুম। দু’জনে মিলে ভোগাতে থাকেন বাংলাদেশের বোলারদের। দলীয় ১৫৬ রানে নাসির হোসেনের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রুম (৬৩)। ৭ চারে ৭৬ বলে এ রান করেন তিনি। ততক্ষণে তারা দলের শক্ত ভিত গড়ে দেন। দ্বিতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ১৩৩ রান।

অবশ্য এতে আম্পয়ারদের অবদান রয়েছে বেশ। রুবেলের হোসেনের বলে লাথাম ও মোসাদ্দেক হোসেনের বলে ব্রুম নিশ্চিত এলবিডব্লিউ হলেও তা দেননি তারা।

বিজ্ঞাপন

সঙ্গী হারিয়ে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি টম লাথাম। দলীয় ১৬৭ রানে নাসির হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন বিধ্বংসী এ ওপেনার (৮৪)। ১১ চারের সাহায্যে ৯২ বল থেকে এ দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এরপর ক্রিজে আসেন মারকাটারি ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন। তাকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন অভিজ্ঞ রস টেইলর। এ যাত্রায় ব্যর্থ হন অ্যান্ডারসন (২৪)। দলীয় ২০৮ রানে সাকিব আল হাসানের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অ্যান্ডারসনের বিদায়ের পরপরই সাজঘরে ফেরেন সদ্য ক্রিজে আসা জেমস নিশাম (৬)। দলীয় ২২৪ রানে মাশরাফির শিকার হয়ে ফেরেন তিনি। এরই সঙ্গে খেলায় ফিরে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনারকে (০) বোল্ড করে ফেরান সাকিব আল হাসান। এতে ভালোভাবেই খেলায় ফিরে টাইগাররা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |