ঢাকাThursday, 24 April 2025, 11 Boishakh 1432

বছর শেষে চমক নিয়ে আসছেন সিয়াম-নোভা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ , ১০:০৮ পিএম


loading/img

অবশেষে সব জল্পনার অবসান ঘটল। আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

বিজ্ঞাপন

এর আগে গত ১২ ডিসেম্বর বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘মৃধা বনাম মৃধা’। সেই সঙ্গে সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসাও কুড়ায়। এরপরই মুক্তির ঘোষণা দেন পরিচালক। এটি নির্মাতার প্রথম সিনেমা।

নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি। পরিবার নিয়ে দেখার মতো একটা গল্প, সিনেমা। দর্শকরা দেখার পরই তাদের মন্তব্য জানাক আমাদেরকে।’

বিজ্ঞাপন

 ‘মৃধা বনাম মৃধা’ রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা হলেও এর আগে তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন। প্রচারবিমুখ এই নির্মাতার বহু কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, তার কমার্শিয়াল কান লায়নসেও নমিনেশন পেয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ছবির শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে। ছবিটির অডিও ও গ্রাফিকসের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ছবির কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।

টফি নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।

বিজ্ঞাপন

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |