ঢাকাSunday, 11 May 2025, 28 Boishakh 1432

আলিয়ার ‘ফটোকপি’ তরুণীকে নিয়ে নেট দুনিয়ায় হইচই! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ মে ২০২২ , ০১:১৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। ঠিক তারই মতো চেহারার আরেক তরুণীর সন্ধান মিলল। তার নাম সেলেস্টি বৈরাগী। তাদের দুজনের চেহারার মিল দেখে ভীষণ অবাক হন নেটজনতা। ইতোমধ্যে সেলেস্টির একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

আলিয়া ভাটের সঙ্গে আসামের ওই তরুণীর এতটাই মিল যে, অনেকেই তাকে নায়িকার ‘ফটোকপি’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রথম দেখায় দুজনকে আলাদা করার উপায় নেই। চুলের স্টাইল থেকে শুরু করে মুখের ডিম্পল সবেতেই যেন হুবহু মিল।

pjimage

বিজ্ঞাপন

সেলেস্টি বৈরাগী

প্রসঙ্গত, একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে, এমন ধারণা অনেকের। বহু আগে থেকেই এমন কথা প্রচলিত আছে। আবারও সেই প্রমাণ মিলল!

অবশ্য এর আগেও বলিউডের তারকাদের মতো দেখতে অনেকেরই সন্ধান মিলেছে। সেই তালিকায় আছেন- শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সাইফ আলি খান, কারিনা কাপুরসহ অনেকেই। এবার যোগ হলেন রণবীরপত্নী আলিয়া ভাট।

বিজ্ঞাপন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |