হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ক্যারিয়ারের সোনালি সময়ে পদার্পণ করেছেন তিনি। এই অভিনেতার হাতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও সম্ভাবনাময় সিনে লাইন-আপ।
সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবে গিয়েছিলেন সিয়াম। সেখানে গিয়ে তরুণদের ফিল্ম নিয়ে চিন্তাধারা তাকে মুগ্ধ করেছে। তিনি চান, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করানো হোক।
সোমবার (১৮ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন সিয়াম। সেই ভিডিওতে ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবে নায়কের সফরের চিত্র তুলে ধরা হয়েছে।
সিয়াম লিখেছেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবে গিয়েছিলাম। কথা হয়েছে ফিল্মপাগল কিছু মানুষের সঙ্গে। গল্প ও আড্ডায় উঠে এসেছে অভিনেতা সিয়াম আহমেদ ও ব্যক্তি সিয়াম আহমেদের স্বরূপ। তরুণরা যে এভাবে ফিল্ম নিয়ে ভাবছে, কাজ করছে- এটি সরাসরি দেখতে পেরে আমি খুবই আনন্দিত।’
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম পড়ানোর দাবি জানিয়ে নায়ক লেখেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ফিল্ম নিয়ে পড়াশোনা হোক। তরুণরা এগিয়ে আসুক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে, এটাই কামনা করি।’