জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। সম্প্রতি তিনি নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।
পশ্চিমা সংবাদ মাধ্যম হতে জানা গেছে, তার আইনজীবীর সঙ্গেই প্রেম করছেন ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ খ্যাত এই অভিনেতা। লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জনি।
আরও জানা যায়, জোয়েল রিচ মূলত প্রিন্ট, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় মানহানির মামলা নিয়ে কাজ করেন। এর আগে ২০১৮ সালে জনির হয়ে একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা লড়েছিলেন এই আইনজীবী। এরপরই ওই সংবাদমাধ্যমের মানহানির মামলা করে শেষ পর্যন্ত হেরে যান জনি।
তবে কিছুদিন আগে মামলায় জনি ও আম্বারের মধ্যে অভিনেতার পক্ষেই ছিলেন রিচ। এমনকি শুনানির সময়ও উপস্থিত ছিলেন আদালতে।
প্রসঙ্গত, জোয়েল রিচের ডিভোর্সের কার্যক্রম চলছে। তিনি বর্তমানে তার স্বামীর সঙ্গে থাকেন না। তার দুটি সন্তান রয়েছে।