ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ব্রিটনি নিজেকে যার মত মনে করছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ , ০৫:২৪ এএম


loading/img

আমেরিকান সঙ্গীত জগতের আলোচিত তারকার নাম ব্রিটনি স্পিয়ার্স।  গানে যতটা না তারচেয়ে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন সময়ে তার প্রকাশ্য ও সোশ্যাল মিডিয়ার নানারকম সরব উপস্থিতির মাধ্যমে।  সম্প্রতি তার জন্মদিন পালন উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়ার মাধ্যমে তিনি আবারো আলোচনা এসেছেন।  

বিজ্ঞাপন

সেই পোস্টে দেওয়া ছবির ক্যাপশনে তিনি নিজেকে আমেরিকার আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেসিকা সিম্পসনের সঙ্গে তুলনা করেছেন।  ক্লোজ শটের এ ছবিতে তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। চুলগুলো পেছনের দিকে টানা হওয়ায় তাকে বেশ মোহনীয় লাগছিল।  পরনে ছিল একটি ফিরোজা টপের উপরে একটি কালো এবং সাদা চেকারযুক্ত কোট। মেকআপ তিনি সামান্যই নিয়েছেন।  

বিজ্ঞাপন

ক্যাপশনে তিনি লিখেন, কেন আমি দেখতে ঠিক জেসিকা সিম্পসনের মতো ? আমার মুখটাও খুব ফ্যাকাশে দেখাচ্ছে!

এ পোস্টের পর থেকে তিনি ইন্সটাগ্রামে রীতিমত ভাইরাল হয়ে গেছেন।  প্রতিক্রিয়া প্রচুর পাচ্ছেন। পোস্টের বিপরীতে একজন কমেন্ট করেছেন, আপনি বরাবরের মতো সুন্দর। আরেকজন লিখেছেন, যথাযথভাবে বলতে গেলে, জেসিকা আপনার মতো দেখতে ছিল... শুভ জন্মদিন ব্রিটনি। তৃতীয় একজন ভাগ করেছেন, "বাহ, আপনি সত্যিই করেন" এবং চতুর্থ তার "চেকারবোর্ড টপ" এর প্রশংসা করেছেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |