ঢাকাFriday, 04 April 2025, 21 Choitro 1431

ব্রিটনির আত্মজীবনী থেকে সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত বছরের অক্টোবরে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’ প্রকাশিত হয়। বইটি সে সময় রীতিমতো ঝড় তোলে, হয় বেস্টসেলারও। নতুন খবর হলো, এবার সেই বই থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর এটি নির্মাণ করবেন জন এম চু।

বিজ্ঞাপন

নিজের বায়োপিকের কথা এক্সে ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন ব্রিটনি।


 
তিনি লিখেছেন, গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সঙ্গে থাকুন।

বিজ্ঞাপন

তবে ব্রিটনির বায়োপিক কবে পর্দায় দেখা যাবে কিংবা গায়িকার চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, ব্রিটনির বহুল চর্চিত ‘দ্য ওম্যান ইন মি’  বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। এ থেকে ব্রিটনির জীবনের চুম্বক পর্বগুলো নিয়েই নির্মিত হবে চলচ্চিত্র।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |